X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ-মার্কিন নিষেধাজ্ঞায় মিয়ানমার জান্তানিয়ন্ত্রিত কোম্পানি

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২১, ২১:১৮আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:১৮

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত দুটি শিল্প গোষ্ঠীকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের বিরোধিতাকারীদের ওপর দমন-পীড়নের জের ধরে এই উদ্যোগ নিয়েছে দেশ দুটি। ওয়াশিংটন এটিকে মিয়ানমার জান্তার বিক্ষোভকারীদের প্রতি ঘৃণ্য সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই নিষেধাজ্ঞার তালিকায় মিয়ানমা ইকোনমিক হোল্ডিংস পাবলিক কোম্পানি লিমিটেড এবং মিয়ানমার ইকোনমিক করপোরেশন লিমিটেড।

ব্রিটেনও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে দুটি কোম্পানির প্রতিনিধিদের কোনও মন্তব্য পায়নি রয়টার্স। এর আগে বার্তা সংস্থাটি জানিয়েছিল, নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

মার্কিন এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে এই দুটি কোম্পানির যে কোনও সম্পদ জব্দ করতে পারবে। সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক কর্মকর্তা থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এটি সেগুলোর সর্বশেষ।

এই তালিকায় থাকার ফলে মার্কিন কোম্পানি বা নাগরিকরা দুটি কোম্পানির সঙ্গে বাণিজ্য বা আর্থিক করতে পারবে না। এছাড়া যেহেতু ডলারে যে কোনও লেনদেন মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়, তাই তালিকায় থাকা কোম্পানি আমেরিকার ব্যাংক ব্যবস্থায় নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়।

 বৃহস্পতিবারের এই পদক্ষেপটি মিয়ানমার জান্তার বিরুদ্ধে সবচেয়ে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ। এই দুটি কোম্পানি দেশটির অর্থনীতির বড় একটি নিয়ন্ত্রণ করে। তাদের ব্যবসা সিগারেট থেকে টেলিযোগাযোগ, টায়ার, খনি ও আবাসনে বিস্তৃত।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী ধারাবাহিকভাবে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে নিপীড়নমূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!