X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আমিরের পর মাধবনও করোনাক্রান্ত

বিনোদন ডেস্ক
২৬ মার্চ ২০২১, ১৩:৪৬আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৫:৫৫

বলিউডের আলোচিত ছবি ‘থ্রি ইডিয়টস’-এর দুই ইডিয়টস ছিলেন আমির খান আর মাধবন।

এই দুই তারকাই হলেন করোনায় আক্রান্ত। প্রথমে আমির আর এবার মাধবনও ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

নিজের এমন সংবাদটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সময় ‘থ্রি-ইডিয়টস’ ছবির উল্লেখ করে রসিকতাও করলেন মাধবন।

টুইটারে লিখেছেন, ‘র‍্যাঞ্চোকে (আমির) তো ফারহান (মাধবন) ফলো করবেই! ভাইরাসও সঙ্গে রয়েছে অবশ্যই। কিন্তু এবার ভাইরাস ধরেই ফেলেছে আমাদের। কিন্তু অল ইজ ওয়েল। আমরা খুব জলদিই সুস্থ হয়ে উঠবো। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছাই এখন আমাদের সবথেকে দরকার বেশি। আমি সুস্থ হচ্ছি।’

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’-এ র‍্যাঞ্চো, ফারহান, রাজু- এই ত্রয়ী আজও দর্শকের মনে তাজা।

সেখানে তিন ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছিলেন আমির, মাধবন ও শারমান যোশি।

এদিকে, মজা করেই করোনার সঙ্গে তুলনা করেছেন ছবিতে তাদের নাজেহাল করে তোলা অধ্যাপক ‘ভাইরাস’কে। বোমান ইরানি অভিনয় করেছিলেন ‘ভাইরাস’-এর ভূমিকায়। অনেকে বলেছেন, ‘ভাইরাস বোমান তাহলে ধরেই ফেললো তাদের!’

অন্যদিকে, গতকালই (২৪ মার্চ) আমির খানের মুখপাত্র জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ঘরবন্দি অবস্থাতেও ভালো আছেন এই সুপারস্টার।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)