X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আজ খেললো বাংলাদেশ-নেপাল, ফাইনালেও খেলবে তারাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ২০:১২আপডেট : ২৭ মার্চ ২০২১, ২০:১২

আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল ‘নিয়মরক্ষার’। তবে স্বাগতিকদের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। ফাইনালে যেতে হলে অন্তত ১ পয়েন্ট দরকার ছিল তাদের। শেষ পরযন্ত তা-ই হলো। বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করে নেপাল নিজেদের মাঠে ফাইনালের টিকিট পেয়েছে। তাই ২৯ মার্চের ফাইনালেও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেপাল।

লিগ পর্ব শেষে দুই ম্যাচে বাংলাদেশ ৪, নেপাল ২ ও কিরগিজস্তান ১ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট বেশি পাওয়া দল দুটি খেলবে ফাইনালে।

আজ (শনিবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রেসিং করে খেলার চেষ্টা করেছে দুই দলই। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। তাই ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ-নেপাল ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতিতে যাওয়ার আগে এগিয়ে যেতে পারেনি জামাল ভূঁইয়ারা।

একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ জেমি ডে। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দলকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় সুযোগটা নিতে চেয়েছেন ইংলিশ কোচ।

তবে ম্যাচের প্রথম আক্রমণ গড়েছে নেপাল। বাঁ প্রান্ত থেকে ত্রিদেব গুরুর ক্রসে অঞ্জন বিস্তা হেডে গোল করতে পারেননি। এই ফরোয়ার্ডের করা হেড ক্রসবারের ওপর দিয়ে যায়।

বাংলাদেশের খেলায় শুরুতে জড়তা থাকলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে। ৩২ মিনিটে আব্দুল্লাহকে বক্সের ভেতরে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি দেননি। এর কিছুক্ষণ পরই জামালের ফ্রি কিকে মানিক মোল্লা ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন।

আর ৪০ মিনিটে জামালের নেওয়া প্রায় ৩০ গজ দূর থেকে শট ক্রসবারের বাইরে দিয়ে যাওয়ায় গোল পাওয়া হয়নি বাংলাদেশের।

বিরতির পর একাদশে পাঁচটি পরিবর্তন করেও ম্যাচের স্কোরলাইনে কোনও পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক জামালের জায়গা হয়েছে ডাগআউটে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন হাবিবুর রহমান সোহাগ, টুটুল হোসেন বাদশা, মেহেদী হাসান রয়েল, বিপলু আহমেদ ও সোহেল রানা। তারপরও জেমি ডের দলের খেলাতে তেমন কোনও পরিবর্তন আসেনি।

প্রতিপক্ষের বক্সে গিয়ে ভয়ও ধরাতে পারেনি তারা। বরং স্বাগতিকরা আক্রমণে এগিয়ে ছিল। ৫৭ মিনিটে অঞ্জন বিস্তার দুর্বল শট আয়ত্বে নেন সোহেল। বাংলাদেশ বলার মতো আক্রমণ গড়েছে ৭৭ মিনিটে। বাঁ প্রান্ত থেকে ইয়াছিন আরাফাতের ক্রসে আব্দুল্লাহর জোড়ালো হেড সতীর্থ মেহেদীর হাতে লেগে গোল হয়নি।

শেষ ১০ মিনিটে নেপাল সুযোগ পেয়েও গোল করতে পারেনি। ৮১ মিনিটে দিনেশ রাজবংশীর লম্বা থ্রো-ইনে দর্শন গুরংয়ের ব্যাক হেড ক্রসবার ছুঁয়ে বাইরে যায়। আর ৮৮ মিনিটে দিনেশের আরেকটি লম্বা থ্রো-ইনে ভালো জায়গায় বল পেয়েও ভলি করতে ব্যর্থ হন বিশাল রায়।

বাংলাদেশ দল: শহীদুল আলম সোহেল, মোহাম্মদ ইমন, ইয়াছিন আরাফাত, রিয়াদুল হাসান (টুটুল হোসেন বাদশা), মেহেদী হাসান, জামাল ভূঁইয়া (হাবিবুর রহমান সোহাগ), মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা (সোহেল রানা), মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা (মেহেদী হাসান), রাকিব হোসেন (বিপলু আহমেদ)।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’