X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ২১:০৫আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:০৫

মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার চাচা মিজানুর রহমানকে বখাটেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ মার্চ) রাতে রংপুরের পীরগাছা উপজেলার দুর্গম চরাঞ্চলে হামলার পর রবিবার তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই এলাকার অধিবাসী মিজানুর রহমানের (৪০) ভাতিজিকে একই এলাকার জলু মিয়ার ছেলে রেজওয়ান প্রায়ই মোবাইল ফোনে উত্ত্যক্ত করতো। বিষয়টি স্বজনদের জানালে তারা নিশ্চিত হন, রেজওয়ান তার মোবাইল ফোনে প্রায়ই মেয়েটিকে উত্যক্ত করতো, অশোভন কথাবার্তা বলতো। বিষয়টি জানাজানি হলে মেয়েটির চাচা বখাটে রেজওয়ানকে ডেকে ফোন করতে নিষেধ করেন এবং রাগারাগি করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেয় রেজওয়ান। শনিবার রাতে বাজার থেকে বাসায় ফেরার পথে রেজওয়ান ও তার সঙ্গীরা মিজানুর রহমানকে একা পেয়ে তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় প্রথমে পীরগাছা উপজেলা কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মিজানুর রহমান মারা যান।

পীরগাছা থানার ওসি আব্দুল আজিজ জানান, এলাকার বখাটে ছেলে রেজোয়ান শিশুটিকে মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। প্রতিবাদ করায় তার চাচা মিজানকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মূল আসামি রেজওয়ানকে গ্রেফতারে অভিযান চলছে। নিহত মিজানুর রহমানের লাশের ময়নাতদন্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী