X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাংবাদিককে ক্ষতিপূরণ দিতে ব্রাজিলের প্রেসিডেন্টকে আদালতের নির্দেশ

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২১, ২১:৫১আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:৫১

প্যাট্রিসিয়া ক্যাম্পোস নামের এক নারী সাংবাদিককে নিয়ে অপমানজনক মন্তব্য করার দায়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। রবিবার আদালত এই রায় দেয়। ব্রিটি সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০২০ সালে বলসোনারো বলেছিলেন, প্যাট্রিসিয়া ক্যাম্পোস মেলে প্রেসিডেন্ট সম্পর্কে নেতিবাচক তথ্যের বিনিময়ে একটি সূত্রকে যৌনতায় লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এই ঘটনায় নিজের মানহানি হয়েছে উল্লেখ করে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই সাংবাদিক।

রায়ে বিচারক বলেন, বলসোনারোর এমন মন্তব্যের কারণে ওই সাংবাদিকের সম্মানের হানি হয়েছে। এজন্য ওই সাংবাদিককে ক্ষতিপূরণ হিসেবে তিনি সাড়ে তিন হাজার মার্কিন ডলার দেবেন। তবে আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

জার্নালিস্ট অ্যাগেইনস্ট হ্যারাসমেন্ট গ্রুপ জানায়, আদালতের এই রায় ব্রাজিলের নারী সাংবাদিক ও সাংবাদিকতা পেশাজীবীদের জন্য একটি মহান দিন বয়ে এনেছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ক্ষমতায় আছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারো। সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করার ইতিহাস রয়েছে তার।

২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের নেতিবাচক প্রচারণা চালায় বলসোনারোর নির্বাচনি প্রচারণা শিবির। এমন প্রচারণা নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিলেন ক্যাম্পোস। এতে ক্ষুব্ধ হয়ে ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের সদস্য ও প্রেসিডেন্ট বলসোনারোর ছেলে এদুয়ার্দোর একটি মামলা দায়ের করেন। গত জানুয়ারিতে এই মামলায় জয়ী হন সাংবাদিক ক্যাম্পোস। 

 

 

/এএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’