X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ২২:০৪আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:০৪

মানিকগঞ্জ পৌর এলাকায় নারীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় বিদেশি পিস্তলসহ দুই ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়েছে গ্রামবাসী। পরে তাদের র‌্যাবের কাছে সোর্পদ করা হয়। রবিবার বিকালে হিজুলী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার (এএসপি) উনু মং।

আটক দুই জন হলেন– শেরপুর সদরের বেতমারী গ্রামের মাহমুদ হাসান ওরফে সবুজ (৩২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর গ্রামের মোবারক হোসেন (২৯)।

র‌্যাব সূত্র এবং এলাকাবাসী জানায়, রবিবার বেলা ৩টার দিকে চর হিজুলী গ্রামের আলতাব হোসেনের স্ত্রী লাইলী বেগম জেলা শহরের একটি ব্যাংক থেকে ৩০ হাজার টাকা তুলে একটি অটোরিকশায় (হ্যালোবাইক) বাড়ি ফিরছিলেন। ওই অটোরিকশায় আরও কয়েকজন যাত্রী ছিলেন। পথে হিজুলী জামে মসজিদের সামনে যাওয়ার পর ওই দুই ছিনতাইকারী মোটরসাইকেল থেকে ওই নারীর টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে তাদের ধাওয়া করে আটক করে হিজুলী গ্রামবাসী। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং একটি মোটরসাইকেল জব্দ করে এলাকাবাসী। পরে খবর পেয়ে বেলা সাড়ে ৩টার দিকে র‌্যাব-৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় গুলিভর্তি পিস্তল ও মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে র‌্যাব সদস্যদের কাছে সোপর্দ করে গ্রামবাসী।

এএসপি উনু মং জানান, দুই ছিনতাইকারীকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইন এবং দস্যুতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’