X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মোজাম্বিকে জঙ্গি হামলায় নিহত ৭, নিখোঁজ অর্ধশতাধিক

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ১১:০৮আপডেট : ২৯ মার্চ ২০২১, ১১:১১

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমা শহরে জঙ্গি হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৬০ জন। এলাকাটিতে গত বুধবার থেকেই সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে। এই সংঘাত ক্রমেই রক্তক্ষয়ী রূপ নেয়। সর্বশেষ শুক্রবার নিহত সাত জনের প্রায় সবাই বিদেশি নাগরিক বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মোজাম্বিকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর সারঙ্গা জানান, একটি হোটেলের জিম্মিদশা থেকে পালিয়ে বের হওয়ার চেষ্টাকালে সাত জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, বুধবার শহরটিতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘাত শুরুর পর ওই এলাকা ছাড়তে শুরু করে মানুষ। তবে হোটেলে আটকা পড়েন গ্যাসকর্মী হিসেবে কাজ করা কিছু বিদেশি নাগরিকসহ আরও অনেকে। সেনাবাহিনী তাদের উদ্ধারের চেষ্টাকালে জঙ্গিরা ফের হামলা চালায় জঙ্গিরা। এতে হতাহতের ঘটনা ঘটে।

জিম্মিদশা থেকে পালিয়ে যাওয়া একজন ঠিকাদার বিবিসিকে বলেছেন, স্থানীয় সরবরাহকারী ও প্রতিষ্ঠানগুলো লোকজনকে উদ্ধারে ব্যাপক চেষ্টা করেছে। তবে বৃহৎ কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় ও বিদেশিসহ কয়েকশ‌’ মানুষকে উদ্ধারে সমর্থ হয়েছে সেনাবাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের উদ্ধারে মোজাম্বিকে সামরিক বাহিনীর সদস্যদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে এই হামলার ফলে আফ্রিকা মহাদেশে ফ্রান্সের বিশাল একটি বিনিয়োগ প্রকল্প হুমকির মুখে পড়েছে। কেননা, ঘটনাস্থল এলাকাতেই ফরাসি প্রতিষ্ঠান টোটাল গ্যাসের কয়েক বিলিয়ন ডলারের একটি প্রকল্প চালু রয়েছে। মূলত ওই প্রকল্পকে কেন্দ্র করেই এলাকাটিতে ফ্রান্স, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার বহু বিদেশি ঠিকাদার ও কর্মীরা অবস্থান করছিলেন। তবে পরিস্থিতি মোকাবিলায় মোজাম্বিকের নিরাপত্তা বাহিনীর ওপর আস্থা রাখার কথা জানিয়েছে টোটাল কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’