X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এই বছরে দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুশূন্য লন্ডন

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ২১:২৯আপডেট : ২৯ মার্চ ২০২১, ২১:২৯
image

২৭ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন প্রত্যক্ষ করেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী গত ২৮ মার্চ করোনাভাইরাস জনিত কারণে কোনও মৃত্যু হয়নি। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এমন একটি দিন প্রত্যক্ষ করে লন্ডনের বাসিন্দারা। তবে এখনই খুব বেশি আশাবাদী না হয়ে টিকাদান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সেখানকার এক চিকিৎসক। সম্প্রচারমাধ্যম স্কাইনিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লন্ডনে করোনাসংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গত বছরের এপ্রিলে। ওই সময়ে শহরটিতে প্রতিদিন গড়ে প্রায় ২৩০ জন করোনা রোগীর মৃত্যু হতো। গত সপ্তাহে করোনা সংক্রান্ত মৃত্যুর পরিমাণ ১৪ জনে নেমে আসে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিলো ২৪ জন।

এক চিকিৎসক স্কাই নিউজকে বলেছেন, ‘লন্ডনে শুন্য মৃত্যু একটা বড় পদক্ষেপ, কিন্তু এটা কেবলই একটা পদক্ষেপ। আমাদের টিকাদান চালিয়ে যেতে হবে।’ আরেক জুনিয়র চিকিৎসকও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেন, ‘আমরা নিজেদের মিথ্যা করে আশ্বস্ত করতে পারি না, গত শরতেও আমরা এই পরিস্থিতিতে ছিলাম কিন্তু শীতে আক্রান্তের হার ও মৃত্যু বেড়ে যায়। টিকা হাসপাতালে ভর্তি ঠেকাচ্ছে আর এতে ইতিবাচক প্রভাব পড়ছে।’

গত বছর করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের কেন্দ্রস্থল ছিলো লন্ডন। যুক্তরাজ্যে মোট মৃতের ১২ শতাংশই লন্ডনে নথিভুক্ত হয়। লন্ডনে মোট ১৫ হাজার ৪১৩ জন করোনা সংক্রমিত হওয়ার পর মৃত্যু হয়েছে। কেবলমাত্র দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিমেই এর চেয়ে বেশি মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লন্ডনে সাত লাখ আট হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর এই বছরের শুরুতে আবারও নতুন করে লন্ডনে আক্রান্ত বাড়তে থাকে। তবে এখন মৃত্যু শুন্য হয়ে পড়ায় আশাবাদী হয়ে উঠছেন লন্ডনবাসী।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী