X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গাড়ির হেলপারের পেটে দেড় হাজার ইয়াবা

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৭:১৪আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৭:১৪

পরিবহনের হেলপারের কাজের আড়ালে আবির হোসেনের (২৩) মূল পেশা ইয়াবা পাচার। কক্সবাজারে টেকনাফ থেকে পেটের ভেতরে করে দেড় হাজার পিস ইয়াবা নিয়ে ফেরার পথে তাকেসহ মূল ব্যবসায়ী আরিফকে (৩০) আটক করে র‌্যাব। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার (এএসপি) উনু মং এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, মানিকগঞ্জে হাসপাতালে এক্স-রে পরীক্ষায় আবিরের পেটের ভেতরে ৩০টি পলিথিনের মধ্যে দেড় হাজার পিস ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় র‌্যাব। আটক দুই মাদক ব্যবসায়ীর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ি গ্রামে। আবির মৃত আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের ফরহাদের ছেলে আরিফ। আবির পেটের ভেতরে করে ইয়াবার চালান নিয়ে মানিকগঞ্জে ফিরছিল। আর আরিফ ইয়াবা কেনায় অর্থ বিনিয়োগ করে। এদিকে র‌্যাবের কাছে আটক আবির স্বীকার  করেছে তার পেটে এক হাজার ৪৫০ পিস ইয়াবা রয়েছে।

র‌্যাব-৪-এর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ থেকে আবির এই ইয়াবা গিলে খেয়ে পেটে করে মানিকগঞ্জের সাটুরিয়ার উদ্দেশে একটি বাসে রওনা দেয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আবির ও আরিফকে আটক করেন র‌্যাব-৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের সদস্যরা। আরিফ সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আগে থেকে অবস্থান করছিল।

মঙ্গলবার বেলা ১২টার দিকে র‌্যাবের হাতে আটক আবিরের সঙ্গে হাসপাতালে কথা বলে জানা গেছে, সহযোগী আরিফ টেকনাফ থেকে এক হাজার ৪৫০ পিস ইয়াবা কেনে। ৫০টি পলিথিনের ছোট মোড়কে থাকা এসব ইয়াবা ভরে তা পানি দিয়ে গিলে খায় সে। এরপর পেটে করে এসব ইয়াবা সাটুরিয়ায় নেওয়া হচ্ছিল। এর আগেও একই স্টাইলে ইয়াবার চালান বহন করেছে আবির। তখন পরিমাণ ছিল এক হাজার ৮শ’। এসব ইয়াবার চালান মানিকগঞ্জে পৌঁছে দিলে সে পাঁচ হাজার করে টাকা পায়। এর আগে ঢাকার গাবতলী থেকে গাড়ির ভেতরে গাঁজা সেবনের অভিযোগে র‌্যাবের হাতে আটক হয়েছিলে আবির। ছয় মাস জেলও খেটেছে। এরপর নামে হেলপারের কাজে কিন্তু মূল পেশা হিসেবে ইয়াবা পাচারকে বেছে নিয়েছে সে।

মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত আবিরের পেট থেকে ৭০টি ইয়াবা বড়ি বের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৪-এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার (এএসপি) উনু মং। তিনি বলেন, ‘এক্স-রে পরীক্ষায় ওই যুবকের পেটে ইয়াবার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পেট থেকে এসব ইয়াবা বের করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন