X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে হাসপাতালে ভর্তি তাজউদ্দীনকন্যা সিমিন হোসেন রিমি

গাজীপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ২০:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২১, ২১:৪১

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি করোনা আক্রান্ত হয়েছেন। তার দুই ছেলে ও পুত্রবধূও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে সিমিন হোসেন রিমি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার স্বামী মোস্তাক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

মোস্তাক হোসাইন জানান, ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে অনুষ্ঠানে যোগ দেন, তাতে অংশ নেওয়ার জন্য সরকারি নিয়ম অনুযায়ী গত ২৫ মার্চ সিমিন হোসেন রিমি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এ সময় তার শরীরে করোনার কোনও লক্ষণ ছিল না। পরদিন (২৬ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তখন থেকেই তিনি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার সর্দি-জ্বর রয়েছে। সোমবার রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে গেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা করানো হয়। চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার দুপুরে তিনি উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরও জানান, রিমির করোনা পজিটিভ ফলাফল পাওয়ার পর পরিবারের সদস্যরা নমুনা দিলে তাদের দুই ছেলে রাজিব হোসাইন ও রাকিব হোসাইন এবং তাদের স্ত্রীদের কোভিড-১৯ ধরা পড়ে। বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্ত্রীসহ ছেলেরা এখন অনেকটাই সুস্থ আছেন। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ জানান, অসাধারণ মানবীয় গুণাবলির অধিকারী এই সংসদ সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবরে তার নির্বাচনি এলাকা গাজীপুরের কাপাসিয়া উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা কাপাসিয়ার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করছেন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা জানান, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সিমিন হোসেন রিমি এমপি নিজ জীবনের ঝুঁকি নিয়ে কাপাসিয়া উপজেলাজুড়ে আক্রান্তদের ঘরে ঘরে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিজের উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়া করে অসুস্থদের হাসপাতালে পাঠিয়েছেন। আজ তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা দ্রুত তার আরোগ্য কামনা করি।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট