X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘মহান মুক্তিযুদ্ধের ভিত্তি একদিনে গড়ে ওঠেনি’

গাজীপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ২১:৫৮আপডেট : ৩০ মার্চ ২০২১, ২১:৫৮

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। একে বিচ্ছিন্ন করার কোনও সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধের ভিত্তি একদিনে গড়ে ওঠেনি, জাতির পিতার দীর্ঘ ২৩ বছর আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।’ মঙ্গলবার বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী ৫০ বছরের মধ্যে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার মাত্র ২০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া মিলে বাকি ৩০ বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারা দেশকে এগিয়ে নিতে পারেনি। দেশের যা কিছু উন্নয়ন ও অর্জন হয়েছে তা আওয়ামী লীগের ২০ বছরে হয়েছে। এদেশ স্বয়ংসম্পূর্ণ হোক তা তারা কোনও দিনই চায়নি। তারা দেশকে অন্যের উপর নির্ভরশীল রাখতে চেয়েছিল।’

তিনি আরও বলেন, ‘একমাত্র বঙ্গবন্ধুরই এখতিয়ার ছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার। কারণ, জনগণ তাকে এই অধিকার দিয়েছিল। এখন সময় এসেছে সব অপশক্তিকে রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার।’

বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. হাবিবুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। প্রভাষক খাজা ইমরান মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন– রেজিস্ট্রার অধ্যাপক ড. আনওয়ারুল আবেদীন, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের প্রভাষক আফরোজা হক, ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী বিনয় ব্যানার্জীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫