X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ষষ্ঠ দফায় ভাসানচর যাচ্ছেন আরও ৪ হাজার রোহিঙ্গা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ২২:৩৬আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৬

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে ষষ্ঠ দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন ৪ হাজারের বেশি রোহিঙ্গা। এরই মধ্যে মঙ্গলবার (৩০ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ৪৫টি বাসে ৪৬২ পরিবারের ২ হাজার ৫৫৫ জন ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম রওনা দিয়েছেন। তবে এ দফায় ৪ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে।

সম্প্রতি জাতিসংঘের প্রতিনিধি দল দ্বীপটি পরিদর্শন করে ফেরার পর ভাসানচর যাচ্ছে রোহিঙ্গাদের এই দলটি। এর আগে পাঁচ দফায় স্বেচ্ছায় রাজি হওয়া মোট ১৩ হাজার ৭২৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। 

উখিয়ার অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, ‘ষষ্ঠ দফায় রোহিঙ্গাদের একটি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে। এবারে ৪ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে। দুই ভাগে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।’

মঙ্গলবার সকালে থেকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সহযোগিতায় উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যাওয়ার উদ্দেশে রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকেন। পরে দুপুর থেকে বিকাল পর্যন্ত আড়াই হাজারের বেশি রোহিঙ্গা ৪৫টি বাসে করে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম রওনা দেন। তাঁরা রাতে চট্টগ্রামের বিএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে পৌঁছাবেন। বুধবার অথবা বৃহস্পতিবার সেখান থেকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাসানচরে পৌঁছনোর কথা রয়েছে তাঁদের।

মঙ্গলবার রাত ৯টার দিকে মুঠোফোনে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমোডর রাশেদ সাত্তার বলেন, ‘এ দফায় ভাসানচরে ৪ হাজারের বেশি রোহিঙ্গাদের স্বেচ্ছায় হস্তান্তর প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ২ হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়া ত্যাগ করেছেন। তাদের রাতে চট্টগ্রামে রাখা হবে। পরের দিন বুধবার অথবা বৃহস্পতিবার ভাসানচরে নিয়ে আসা হবে।’ 

ষষ্ঠ দফায় রোহিঙ্গাদের একটি দল ভাসানচরে পৌঁছাবে উল্লেখ করে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান বলেন, ‘এবারে আরও ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।’

কক্সবাজারের শরণার্থী কমিশনার কার্যালয়ের তথ্য মতে, গত ডিসেম্বর থেকে পাঁচ দফায় ভাসানচরে গেছেন মোট ১৩ হাজার ৭২৩ জন রোহিঙ্গা। এর আগে গত বছরের মে মাসে অবৈধভাবে মালয়াশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়। এর পর ধাপে ধাপে রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হচ্ছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগেরসহ প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে বাস করছেন। ওই বছরের নভেম্বরে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী