X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিসিক শিল্পপণ্য মেলায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি

রাঙামাটি প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ২২:৪০আপডেট : ৩০ মার্চ ২০২১, ২৩:০০

সারাদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণের রেকর্ড ভেঙেছে সম্প্রতি। করোনা প্রতিরোধে ইতোমধ্যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় পর্যটন ও বিনোদন কেন্দ্র, সিনেমা বা থিয়েটার হলে জনসমাগম সীমিত করা এবং সকল ধরনের মেলা আয়োজনে নিরুৎসাহিত করার কথা উল্লেখ আছে। তবে সরকারের নির্দেশনার পরও চলছে রাঙামাটিতে ১০ দিনব্যাপী বিসিক শিল্পপণ্য মেলা। গত ২৫ মার্চ শুরু হওয়া ১০ দিন ব্যাপী এই শিল্পপণ্য মেলা আগামী ৩ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বিকালে রাঙামাটি বিসিক কার্যালয় চত্বরে আয়োজিত মেলায় সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, খাবারের দোকানসহ মেলায় ৫০ স্টল বসেছে। এর মধ্যে স্থানীয় উদ্যোক্তা ছাড়াও ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তা স্টল দিয়েছেন। তবে মেলায় বেশির বিক্রেতার মুখেই নেই মাস্ক। এছাড়া প্রবেশ পথে ‘মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ’ এমন তিনটি ছোট পোস্টারেই যেন নিজেদের দায় সেরেছেন আয়োজকরা। মেলায় ঘুরে দেখা গেছে, ক্রেতা ও বিক্রিতারা অনেকেই মুখে মাস্ক না পরেই বেচাবিক্রি ও চলাফেরা করছেন। আবার কোনও দোকানেই সামাজিক দূরত্ব মেনে বেচাকেনার চিত্র লক্ষ করা যায়নি।

মেলায় অংশ নেওয়া ঢাকার উদ্যোক্তা আলো ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী রাজিয়া সুলতানা বলেন, ‘মেলার শুরুর দিকে ভালোই বেচাকেনা ছিল। এখন করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মানুষের আনাগোনা কিছুটা কম। বাকি কয়েকদিনে যা নিয়ে এসেছি বিক্রি করে চলে যাব। অনেকে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাচল করছে। এই বিষয়ে আরও কঠোর হওয়া দরকার।’

মাস্ক না পরেই যশোর থেকে আসা আরেক নারী উদ্যোক্তা রিমা আক্তার ব্যবসা পরিচালনা করছেন। মাস্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কথা বলার জন্য মাস্ক পরিনি। এমনিতে মাস্ক পরে ছিলাম।’

মেলায় ঘুরতে আসা মিঠু চাকমা বলেন, ‘রাঙামাটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু মেলায় স্বাস্থ্যবিধি কেউই মেনে চলছে না। মেলায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অনেকেই মাস্ক না পরে ঘুরছেন। আর মেলার জায়গাটি ছোট হওয়ার কারণে সামাজিক দূরুত্ব বজায় থাকছে না।’

বাংলাদেশ ক্ষুদ্র শিল্প করপোরেশন (বিসিক) রাঙামাটি সিআইডিপি কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা ও মেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘মেলা তো শুরু হয়েছে কয়েকদিন হলো। এর মধ্যে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি আমরা খেয়াল করেছি। যেহেতু মাত্র আর কয়েকদিন আছে স্বাস্থ্যবিধি মেনে শেষ করার চেষ্টা করবো আমরা।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বুধবার সকালে করোনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সে কনফারেন্সে হয়তো করোনা সংক্রান্ত আরও নতুন নতুন দিকনির্দেশনা আসতে পারে। সে অনুপাতে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং বিসিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মেলার বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ১০ দিনব্যাপী শিল্পপণ্য মেলা আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র শিল্প করপোরেশন (বিসিক)। গত  ২৫ মার্চ শুরু হওয়া এ মেলা আগামী ৩ এপ্রিল সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা