X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে সব তথ্য দেয়নি চীন: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২১, ১১:২৩আপডেট : ৩১ মার্চ ২০২১, ১১:২৩

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনে তদন্ত চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, করোনার উৎস অনুসন্ধানে চীনে যাওয়া তাদের তদন্ত দলকে এ সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়নি।

২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। ভাইরাসটির উৎস শনাক্ত করতে চার সপ্তাহ ধরে উহান ও সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালান তারা। ডব্লিউএইচও প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে প্রাথমিক তথ্য (র ডেটা) তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।

মঙ্গলবার টেড্রোস জানান, তদন্তকারী দলের সদস্যরা তাকে জানিয়েছেন, ভাইরাসটির প্রাথমিক তথ্য পেতে তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হয়েছে।

তদন্ত দলের একজন সদস্য বলেছেন, চীন একেবারে শুরুর দিকের প্রাথমিক তথ্য তাদের দিতে অস্বীকৃতি জানানোর ফলে এই মহামারি কিভাবে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে সেটি অনুধবান করতে পারা তাদের জন্য অনেক বেশি জটিল হয়ে পড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে ভবিষ্যতে চীনের সঙ্গে বিশদ তথ্য বিনিময়ের মাধ্যমে আরও সহযোগিতামূলক গবেষণা কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেছেন ডব্লিউএইচও মহাপরিচালক।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ডব্লিউএইচও-র তদন্ত দলকে সব জায়গায় স্বাধীনভাবে অনুসন্ধান চালানোর এবং যাবতীয় তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ১৪টি দেশের এক যৌথ বিবৃতিতেও বেইজিং-এর প্রতি একই ধরনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরদাতা দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, চেকিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরায়েল, জাপান, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া ও যুক্তরাজ্য।

এদিকে চীনে তদন্ত কার্যক্রমে সীমাবদ্ধতা সত্ত্বেও করোনাভাইরাসের উৎস নিয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন ডব্লিউএইচও-এর বিশেষজ্ঞরা। চীনা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দেওয়া ওই যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা একেবারেই নেই বরং এটি বাদুড় থেকেই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে।

বিজ্ঞানীদের অনুসন্ধানের এই ফলাফল মোটামুটি প্রত্যাশিতই ছিল। তবে অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা থেকে গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসকে চাইনিজ ভাইরাস হিসেবেও আখ্যায়িত করেন তিনি। তবে বেশিরভাগ বিশেষজ্ঞের বিশ্বাস, উহানের একটি বণ্যপ্রাণীর বাজার থেকেই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

ভাইরাসটি নিয়ে ব্যাপক বিতর্কের পর সমালোচনার মুখে এক পর্যায়ে ডব্লিউএইচও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত দলকে দেশে প্রবেশের অনুমতি দেয় চীন। তবে দেশে প্রবেশের অনুমতি দিলেও তদন্তকারীদের করোনা মহামারির প্রথম দিককার তথ্য দিতে অস্বীকৃতি জানায় দেশটি। সূত্র: বিবিসি, দ্য ওয়াশিংটন পোস্ট।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা