X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রিয় গান নিয়ে আসছে অ্যানিমেটেড মুভি ‘মুজিব আমার পিতা’

হিটলার এ. হালিম
০২ এপ্রিল ২০২১, ১২:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৫:২৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তৈরি হচ্ছে অ্যানিমেটেড মুভি ‘মুজিব আমার পিতা’। বঙ্গবন্ধুর প্রিয় গান নিয়ে এই মুভি তৈরি করছে সরকারের আইসিটি বিভাগ। ‘মুজিব আমার পিতা’ নামে ৫০ মিনিট দৈর্ঘের পূর্ণ অ্যানিমেটেড মুভি তৈরির কাজ প্রায় শেষ। এখন ফাইন টিউন চলছে। এ তথ্য জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

মুজিববর্ষ উপলক্ষে সরকারের আইসিটি বিভাগ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে— ওয়েবসাইট, অ্যাপ তৈরি, ১০০ ঘণ্টা অতিরিক্ত কাজ করা, অ্যানিমেটেড মুভি নির্মাণ, ভার্চুয়াল রিয়েলিটি তৈরি, ওয়েব সিরিজ নির্মাণ, কনসার্ট ফর বাংলাদেশ, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ইত্যাদি উদ্যোগ। এসব উদ্যোগের কিছু কাজ শেষ হয়েছে,আর কিছু কাজ চলছে। আগামীতেও উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন প্রকল্পের।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশে লকডাউন, ওয়ার্ক ফ্রম হোম চালু হলেও আইসিটি বিভাগের উদ্যোগ থেমে যায়নি। একটার পর একটা কাজ চলছে বলে জানিয়েছেন বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আমরা মুজিববর্ষ নিয়ে যে পরিকল্পনা করেছিলাম, তার সবই হচ্ছে। কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কোনও বাধা হতে পারেনি। আমরা মুজিববর্ষ উপলক্ষে হানড্রেড প্লাস স্ট্র্যাটেজি নিয়েছিলাম, তার সব কটা চলছে। আমরা চেয়েছিলাম, বছরে অতিরিক্ত ১০০ ঘণ্টা কাজ করবো, এর চেয়ে বেশি হচ্ছে। অনলাইন এবং ওয়েবিনারে কিন্তু আমরা ৯-৫টার বাইরে রাত ১২টা পর্যন্তও কাজ করছি। আইসিটি বিভাগ সব সময় কাজ করছে। আমাদের বড় আরেকটা সাফল্য ছিল যে, মুজিব হানড্রেড ওয়েবসাইট করা, সেটা আমরা সফলভাবে করেছি। মুজিববর্ষ উপলক্ষে আমরা অ্যাপ তৈরি করেছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমাদের বিশেষ একটা স্বপ্ন ছিল ‘মুজিব আমার পিতা’ তৈরি করা, সেটাও হচ্ছে। আমরা পূর্ণদৈর্ঘ অ্যানিমেটেড মুভি তৈরি করছি, ‘মুজিব আমার পিতা’ নামে। ৫০ মিনিট দৈর্ঘের অ্যানিমেটেড মুভি আগে কেউ তৈরি করেনি। এটা প্রথমবারের মতো আসছে। নির্মাণ কাজও প্রায় শেষ। এখন ফাইন টিউন চলছে। ‘প্রোল্যান্সার ল্যাব’ এটা নিয়ে কাজ করছে। আমাদের চারুকলার শিক্ষার্থীরাও এটা নিয়ে কাজ করছে। এরইমধ্যে একটা গান নিয়ে প্রোমো তৈরি করা হয়েছে। ইউটিউবসহ সব জায়গায় এটা ওপেন করা হয়েছে। শ্যামল মিত্রের গাওয়া ‘তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা…’ এটা বঙ্গবন্ধুর প্রিয় একটি গান। গানটি এ প্রজন্মের শিল্পীরা নতুন করে গেয়েছেন। শ্যামল মিত্র বঙ্গবন্ধুর অনুরোধে গানটি শেষ করেছিলেন। গানটি আগে চার লাইন ছিল। শ্যামল মিত্র বাংলাদেশে এলে বঙ্গবন্ধু তাকে অনুরোধ করেছিলেন গানটি শেষ করতে। তারপর শ্যামল মিত্র গানটি শেষ করেন। বঙ্গবন্ধুর প্রিয় বলে আমরা গানটি রেখেছি।’’

ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রসঙ্গে পলক বলেন, ‘আমরা আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছি। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের স্মৃতিবিজড়িত বাড়ি ও বঙ্গবন্ধু সমাধিসৌধ— এসবের ভার্চুয়াল রিয়েলিটি  তৈরি করেছি। খুব সুন্দর হয়েছে। আমি দেখেছি। এটার স্টেশন বসানো হবে কিছু জায়গায়। গিয়ার ভিয়ার দিয়ে, অ্যাপ্লিকেশন দিয়ে যেকোনও জায়গা থেকে এটা দেখা যাবে। যদি কেউ ধানমন্ডির ৩২ নম্বরে এসব জায়গায় আসতে না পারেন, তাহলে এটাতে দেখে অন্তত ফিলটা পাবে। একেবারে রিয়েল ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি)। এটা কিন্তু আমাদের দেশের ডেভেলপাররা তৈরি করেছেন। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বরে যেতে পারছেন, সমাধিতে যেতে পারছেন, জাদুঘর দেখতে পারছেন। একটা ভার্চুয়াল ট্যুর হয়ে যাচ্ছে।’

বঙ্গবন্ধুকে নিয়ে এনিমেশন মুভি তৈরি হচ্ছে কি, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন,‘‘আরেকটা এনিমেশন মুভি আমরা তৈরি করতে যাচ্ছি, ‘মুজিব ভাই’ নামে। কারণ, বঙ্গবন্ধু হওয়ার আগে বা উপাধি পাওয়ার আগে বঙ্গবন্ধুর তরুণ, যুবক বয়সের সংগ্রামী জীবন নিয়ে এটা তৈরি। তখন তিনি ‘মুজিব ভাই’ নামে পরিচিত ছিলেন। তরুণ বয়সের মুজিবকে নিয়ে কাজটি করা হয়েছে। অসমাপ্ত আত্মজীবনীর মাধ্যমে আমরা অনেক অবজারভেশন পাই, লাইফ হিস্ট্রি পাই। কিন্তু আমরা এই এনিমেটেড মুভিটা করতে যাচ্ছি সব বয়সী মানুষের জন্য। ‘মুজিব ভাই’ নামে এটা সবাইকে আকৃষ্ট করবে।’’

তিনি বলেন, ‘‘আরেকটি হলো ‘খোকা’ নামে একটি সিরিজ তৈরি করা হবে। অনেকটা ওয়েব সিরিজের মতো। সেখানে বঙ্গবন্ধুর বিভিন্ন লাইভ সেগমেন্ট থাকবে। এগুলোর পরিকল্পনা করা আছে।’’

অন্যান্য উদ্যোগের বিষয়ে জানতে চাইল পলক বলেন, ‘‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ করতে চাই। রবি শঙ্করের মেয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ‘ইন্টারন্যাশনাল ইনোভেশন গ্র্যান্ট’ আমরা দিচ্ছি— ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট নামে।’  এর সময় আমরা আরও বাড়াচ্ছি। কারণ, মুজিববর্ষ ডিসেম্বর পর্যন্ত হচ্ছে।  প্রধানমন্ত্রী বলে দিয়েছেন— জুলাইতে গ্র্যান্ড ফিনালে করতে। আমাদের ইচ্ছে ছিল মার্চে করার, কিন্তু আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের আগ্রহ পাচ্ছি এ প্রতিযোগিতায়। ফলে অংশগ্রহণ বাড়াতে সময় বাড়াচ্ছি আমরা। জুলাইতে উপদেষ্টা (প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা) মহোদয়ের উপস্থিতিতে আমরা এটা করবো। এটা একটা আন্তর্জাতিক  আয়োজন। আমরা চাচ্ছি, ‘ক্যালেন্ডার ইয়ারে’ এটা ঢুকিয়ে দিতে। প্রতিবছর বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতা হবে। এখানে একলাখ ডলার গ্র্যান্ট থাকছে। সঙ্গে অ্যাঞ্জেল ইনভেস্টর, বাংলাদেশ স্টার্টআপ বাংলাদেশ কোম্পানিরাও বিনিয়োগ নিয়ে হাজির থাকবে। এবার ১০০ জন পাচ্ছে। প্রতি বছর হয়তো ১০০ জন হবে না। তবে এটাকে ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রাখা হবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!