X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

গাজীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ১৯:৪০আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৯:৪০

গাজীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি পুলিশি অ্যাকশনে পণ্ড হয়ে গেছে। এ সময় হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারশেল ও শটগানের গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাত পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। শুক্রবার (২ এপ্রিল) গাজীপুর মহানগরের চৌরাস্তা জামে মসজিদ এলাকায় ওইসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা ১১টা থেকেই গাজীপুর চৌরাস্তা ও বোর্ডবাজার জামে মসজিদের চারপাশে পুলিশ সশস্ত্র সতর্ক অবস্থানে থাকে। জুমার নামাজের শেষে দুপুর ২টার দিকে বিক্ষোভ কর্মসূচি পালন করতে হেফাজত কর্মীরা গাজীপুর চান্দনা চৌরাস্তা জামে মসজিদ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠতে চায়। পরে পুলিশি বাধায় কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) উপকমিশনার (অপরাধ-উত্তর) শরীফুর রহমান জানান, হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি মসজিদ চত্বরেই পালনের অনুরোধ করা হয়। কিন্তু তারা মহাসড়কে ওঠার চেষ্টা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর একপর্যায়ে পেছন থেকে হেফাজতকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, শতাধিক রাউন্ড টিয়ারশেল ও শটগানের গুলি করা হয়। এ ঘটনায় কেউ নিহত হননি। ইটপাকেলের আঘাতে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নোট করা হয়নি।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় ওই দুটি মসজিদের আশপাশের এলাকা প্রায় দুই ঘণ্টার মতো জনশূন্য হয়ে পড়ে। বিকাল সাড়ে ৪টার দিকে পরিবেশ স্বাভাবিক হয়।

এদিকে, বিক্ষোভকারীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ভিডিওসহ পোস্ট দেওয়া হয়। ওই সব পোস্টে শান্তিপূর্ণ মুসল্লিদের ওপর মসজিদের মাঠে অবস্থান নিয়ে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

গাজীপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মাসুদুল করিম বলেন, ‘বোর্ড বাজার এলাকায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুনেছি চৌরাস্তা জামে মসজিদ থেকে কে বা কারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। তাদের মধ্যে আমাদের কেউ ছিল কিনা মসজিদের ইমাম সাহেব নিশ্চিত করে বলতে পারেননি, তিনি কাউকে চেনেন না। সেখানে ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন। তবে ওই মসজিদে হেফাজতের পক্ষ থেকে কোনও কর্মসূচি ছিল না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী