X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লোহার খনির সন্ধানে খনন কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ২০:১২আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২০:১২

দিনাজপুরের চিরিরবন্দরে লোহার খনির অনুসন্ধানে আনুষ্ঠানিকভাবে কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি)। শুক্রবার বিকাল ৪টায় জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের কেশবপুরে এই কার্যক্রমে উদ্বোধন করেন জিএসবির মহাপরিচালক (ডিজি) (অতিরিক্ত দায়িত্ব) ড. মহ. শের আলী। তিনি প্রথমে ফিতা কেটে এবং পরে কূপ খনন কাজে ব্যবহৃত মেশিন চালু করে কার্যক্রমের উদ্বোধন করেন।

জিএসবির মহাপরিচালক বলেন, ‘এই খননের মাধ্যমে কেশবপুর গ্রামের মাটির নিচে কী কী সম্পদ আছে তা দেখা হবে। এতে এলাকাবাসীর ভয়ের কিছু নেই। আমরা পরীক্ষা-নিরীক্ষার পর তথ্যগুলো সরকারকে সরবরাহ করবো। পরে সরকার সেগুলো কাজে লাগাতে পারে। যদি এই গ্রামে মাটির নিচে খনি পাওয়া যায় তাহলে সরকার ভেবে-চিন্তে কাজ করবে।’

‘মুজিববর্ষের অঙ্গীকার, নতুন নতুন খনির আবিষ্কার’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশে পাঁচটি কয়লা খনির সন্ধান আমরা পেয়েছি। সেই খনিগুলোর কয়লা দিয়ে প্রায় ৫০ বছর পুরো বাংলাদেশে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। এই বিপুল পরিমাণ সম্পদ মাটি থেকে উত্তোলন করতে গেলে দেশের বহু মানুষের জমি নষ্ট হবে। বর্তমান সরকার দেশের মানুষের কথা বিবেচনা করে বাইরে থেকে কয়লা আমদানি করছে।’

জিএসবি সূত্রে জানা যায়, আগামী চার মাস ধরে চলবে এই কার্যক্রম। এর মধ্যে প্রথম তিন মাস কূপ খনন করে চালানো হবে খনিজ সম্পদের অনুসন্ধান কাজ। নতুন খনিতে লোহার কাঁচামাল আকরের পুরুত্ব অনেক বেশি। তাই লোহার সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশাও করছেন তারা। গত ১০ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার পরিচালক (ভূতত্ত্ব) আবদুল আজিজ পাটোয়ারী স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবরে একটি চিঠি দেওয়া হয়। এই চিঠির অনুলিপি দেওয়া হয় পুলিশ সুপার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের কেশকবপুর এলাকায় জিডিএইচ ৭৬/২১ কুপ খননে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চার মাসে পাঁচ জন কর্মকর্তা ভ্রমণ ও অবস্থান করবেন। এই সময়ে কর্মকর্তাদের আনুসাঙ্গিক সহায়তা (নিরাপত্তা, তথ্য ও উপাত্ত সরবরাহ, যাতায়াত, পথ প্রদর্শন ইত্যাদি) প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’ সেই চিঠি প্রাপ্তির পর গত মার্চ মাস থেকে এখানে যাবতীয় কার্যক্রম শুরু হয়। সম্ভাব্যতা যাচাইয়ের পর খনির অবস্থানের বিষয়টি নিশ্চিত হলে এই জেলায় খনির সংখ্যা দাড়াবে ছয়টিতে।

বর্তমানে দিনাজপুর জেলায় রয়েছে দেশের একমাত্র উৎপাদনশীল কয়লার খনি বড়পুকুরিয়া। এটি জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত। এই খনির পাশেই ফুলবাড়ী উপজেলা শহরের ভূগর্ভেও রয়েছে বিপুল পরিমাণ কয়লা। এছাড়াও জেলার নবাবগঞ্জে রয়েছে দীঘিপাড়া কয়লা খনি। যেখান থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া চলছে। পার্বতীপুর উপজেলাতেই রয়েছে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। এরই মধ্যে এই জেলারই হাকিমপুর উপজেলার ভূগর্ভে সন্ধান মিলেছে লোহার খনির। এটি দেশের প্রথম লোহার খনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!