X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পুলিশ লাইন্সে ক্লোজড এসআই ছুরিকাহত

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ১৭:০৮আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৭:০৮

বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজড সাব-ইন্সপেক্টর (এসআই) রবিউল ইসলাম (৩০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) রাতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে এ হামলা করা হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল তার বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে। এ ঘটনায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে; ওই অফিসার সুস্থ হলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধার বাসিন্দা এসআই রবিউল ইসলাম বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। গত ১৭ জানুয়ারি রাতে তিনি কাউকে না জানিয়ে ওই এলাকার একটি বাড়িতে দাওয়াতে যান। এক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ওই নারীর সাবেক স্বামী ও স্থানীয় লোকজন তাকে মারপিট করে (রবিউল) আটকে রাখেন। কয়েকদিন পর তাকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।

বর্তমানে তিনি বগুড়া শহরের কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তিনি প্রায় চার কিলোমিটার দূরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এলে ৪-৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। মুখে ও ঠোঁটে একাধিক ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ ও অন্যরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

আহত এসআই রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সারিয়াকান্দিতে এক নারীর বাড়িতে দাওয়াতে যাওয়ার কারণে নয়; যমুনা নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় প্রভাবশালীরা গত জানুয়ারিতে তার ওপর হামলা চালিয়েছিল। তার ধারণা, গত শুক্রবার রাতে যারা তাকে অপদস্ত করেছিল তারাই এ হামলা চালিয়েছে।’

বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছুরিকাহত হন এসআই রবিউল। তিনি

বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাতে কেন এসেছিলেন এ প্রসঙ্গে ওই কর্মকর্তা জানান, পুলিশ লাইন্সে সংযুক্ত থাকলেও সেখানে তার ব্যক্তিগত কাজ থাকতেই পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ইন্সপেক্টর জানান, এসআই রবিউল ইসলাম ভালো চরিত্রের কর্মকর্তা নন। সারিয়াকান্দিতে অপকর্ম করতে গিয়ে ধরা পড়ে মারপিটের শিকার হন। আবার তিনি বাড়ি থেকে অনেক দূরে কলেজ ক্যাম্পাসে গিয়ে ছুরিকাহত হলেন। তার ধারণা, অনৈতিক কাজের জন্যই এসআই রবিউল হামলার শিকার হয়েছেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, ব্যক্তিগত কাজে রাতে বাড়ি থেকে দূরে কলেজে আসা নিয়ে জল্পনা আছে। সারিয়াকান্দিতে তার ওপর হামলা ও নতুন করে এ হামলার কোন যোগসূত্র আছে কিনা এবং তিনি রাতে কী কারণে সেখানে এসেছিলেন, এসব নিয়ে তদন্ত চলছে। তিনি সুস্থ হলে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এরপর জড়িতদের বিরুদ্ধে মামলা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি