X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করলো নেদারল্যান্ডস

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২১, ২০:১৩আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২০:১৩

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রয়োগ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে নেদারল্যান্ডস। শুক্রবার ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, তারা ৬০ বছরের বেশি বয়সীদের জন্য সাময়িকভাবে ভ্যাকসিন দেওয়া স্থগিত করবে। কিন্তু শনিবার বৈঠকের পর স্বাস্থ্য বিভাগ অপচয় এড়াতে সব ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ৬০ বছরের বেশি বয়সী অন্তত ৭০০ জনের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার কথা ছিল। কিন্তু সাময়িক সময়ের জন্য তাদের ভ্যাকসিন দেওয়া স্থগিত করা হয়। কারণ এই ভ্যাকসিন দেওয়া হলে পুরো ব্যাচের ব্যবহার নিশ্চিত করা যাবে এমন কোনও নিশ্চয়তা নেই।
মঙ্গলবার জার্মানি ৬০ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিতের ঘোষণা দেওয়ার পর নেদারল্যান্ডস এই ঘোষণা দিলো। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে অল্প কয়েকজনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটায় এ সিদ্ধান্ত নেয় জার্মান সরকার।
এর আগে শুক্রবার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যালোচনাকারী একটি ডাচ সংস্থা জানায়, ভ্যাকসিন নেওয়ার পর অন্তত পাঁচ জনের দেহে কম রক্তে জমাট বেঁধেছে। যাদের রক্তে প্লাটিলেটের সংখ্যা ছিল কম। ভ্যাকসিন নেওয়ার সাত থেকে দশ দিনের ভেতরে এই রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে। আক্রান্তদের সবাই ছিলেন নারী এবং তাদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
ভ্যাকসিন নেওয়ার ফলেই এমন ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জঙ্গে বলেছেন, পূর্বসতর্কতা হিসেবে এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
ডাচ সংস্থাটি জানায়, পাঁচ জনের রক্তে জমাট বাঁধার ঘটনাটি যখন ঘটেছে তখন দেশটিতে প্রায় ৪ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার সঙ্গে রক্তে জমাট বাঁধার যোগসূত্র পায়নি। তারা বলেছে, ভ্যাকসিনটির ঝুঁকির চেয়ে উপকার বেশি। তাদের এমন অবস্থানের পর জার্মানিসহ ইউরোপের বেশিরভাগ দেশ ১৯ মার্চ থেকে ভ্যাকসিন প্রয়োগ পুনরায় শুরু করেছে।

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী