X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘তুমি রেজাল্ট আনতে ব্যর্থ’, ফুটবল কোচকে কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ২০:৩৭আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২০:৩৭

নেপালে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল জিততে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরেছে। এই হারের পর ‘ময়নাতদন্ত’ চলছে। শনিবার জাতীয় দলের কোচ জেমি ডে ও সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। আলোচনা শেষে বাফুফে সভাপতির ইঙ্গিত, সাফল্য না পেলে বিকল্প চিন্তা হবে।

বাফুফে ভবনে সভা শেষে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কোচ মনে করছে, সে তার সেরা টিমটা নামিয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যেমন সে বলেছে, ওই খেলোয়াড়ের ফিটনেস নেই। এরকম আরও অনেক কিছু। আমি বলেছি, কিন্তু তুমি তো রেজাল্ট আনতে ব্যর্থ হয়েছো। সে তা স্বীকার করেছে। আবার বলেছে, ওরা (যারা জায়গা পায়নি) এদের চেয়ে ভালো না। এটা তার মতামত। এটা নিয়ে আমরা অনেকক্ষণ তর্ক-বিতর্ক করেছি। তো সে আমার পর্যবেক্ষণের পয়েন্টগুলো নোট করেছে। আমিও নোট নিয়েছি এবং খুব তাড়াতাড়িই আমরা সমাধান নিয়ে আসবো।’

জেমি ডের বিকল্প এখনই ভাবছে না বাফুফে। তবে ইংলিশ কোচের পারফরম্যান্স আতশি কাচের নিচে। সালাউদ্দিনের কথায় তা পরিষ্কার, ‘ফুটবলে ব্যর্থ হলে বিকল্প চিন্তা হবেই। কেবল আমি না, আমাদের বোর্ড, দেশ ও আপনারা (সাংবাদিক) সবাই বিকল্প চিন্তা করছেন। ব্যর্থতার একটা স্টপেজ আছে। তো বিকল্প চিন্তা সবাই করছে। এখন এটা নির্ভর করছে কখন, কোথায় ও কীভাবে হবে। যদি তারা তাড়াতাড়ি পারফর্ম করতে না পারে, তাহলে যে কোনও কিছু হতে পারে।’

ডের মৌখিক ব্যাখ্যা নিয়ে সালাউদ্দিন সন্তুষ্ট হতে পারেননি, ‘আমি তার কথায় শতভাগ সন্তুষ্ট নই। কিন্তু আমাকে এটা বলতেই হবে যে, ওর কথায় যে যুক্তি নেই, তা-ও না। যেমন সে বলেছে, আমরা ফাইনালে দুটো গোল খেলেও আগের চারটা ম্যাচে গোল খাইনি। সে আমাদের কাছে গত চার-পাঁচ ম্যাচের রিটেন অ্যানালাইসিস জমা দিবে। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের পর কী হবে জানি না, যে কোনও কিছু হতে পারে।’

ফুটবলারদের পারফরম্যান্স মূল্যায়ন নিয়েও বসতে চেয়েছিলেন সালাউদ্দিন। তবে করোনার কারণে তা হয়নি। তবে শিগগিরই সবকিছুর সমাধান দেখতে চাইছেন এই সাবেক তারকা, ‘সামনে সিনিয়র সাত-আটজন ও জুনিয়র তিন-চারজনকে নিয়ে আলোচনায় বসবো। ওদের বিশ্লেষণ শুনবো। কারণ, এখন আমাদের একটা জায়গায় পৌঁছাতেই হবে। ফুটবল ফেডারেশনের যতটুকু সামর্থ্য আছে, তার চেয়েও বেশি দিয়ে আমরা চেষ্টা করছি। তো সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সাফল্যের জন্য। আমি আর (কাজী) নাবিল সারাদিন বসে এসবই চিন্তা করছি। আশা করছি, দ্রুততম সময়ে আমরা সবকিছু সর্ট আউট করে ফেলবো।’

সভা শেষে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল নেপালের ত্রিদেশীয় সিরিজে ফাইনাল হেরে আশাহত হয়েছেন। তার ভাষায়, ‘ফাইনালের একাদশসহ আরও অনেক বিষয়ে কোচের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কিছু বিষয়ে দ্বিমত হয়েছে। সব তো আর সামনাসামনি বলা যাবে না। আর সে উত্তর দিলেও তো ফলাফল চেঞ্জ হবে না। আমরা খুবই আশাহত হয়েছি। আমরা ভালো কিছু আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি।’

আগামী জুনে রয়েছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। এখনই তা নিয়ে ভাবছে বাফুফে। কাজী নাবিল বললেন, ‘আগামী জুনে কাতারে আমাদের যে বাছাই পর্বের ম্যাচগুলো আছে, সেগুলো সামনে রেখে আমরা কীভাবে কাজ করবো। যেহেতু সোমবার থেকে সরকারি সিদ্ধান্তে লকডাউন দেওয়া হয়েছে, তো এই সপ্তাহে লিগ শুরু হবে না। খুব সম্ভবত আমরা কাতারে যাওয়ার এক মাস আগে থেকে ট্রেনিং শুরু করবো, যাতে আমরা ভালো খেলি। সেটা আবার নির্ভর করবে লিগ নিয়ে কী হয় ও লকডাউন নিয়ে কী হয় তার ওপর।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা