X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৩৩ গাছ কাটার কার্যাদেশ নিয়ে কাটলো ৬০টি!

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
০৪ এপ্রিল ২০২১, ০৯:৩১আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০৯:৩১

কুড়িগ্রাম জেলা পরিষদের মালিকানাধীন সড়কের পাশের ৩৩টি গাছ কাটার আদেশ নিয়ে ৬০টি গাছ কাটার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনায় সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মিয়া জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

জেলা পরিষদের দেওয়া কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) ও ইউপি চেয়ারম্যানের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার চাঁদের খামার স্কুল হতে যাত্রাপুর জিসি রাস্তা পর্যন্ত রাস্তায় বিভিন্ন প্রজাতির জীবিত ও মরা ৩৩টি গাছ কেটে অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়। গত ২৬ জানুয়ারি দরপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই দরপত্রে ৩৩টি গাছের সর্বোচ্চ দরদাতা  হিসেবে মাঈনুল হাসান নামে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের শর্তাবলীর ২ ও ৩ নং ক্রমিকে উল্লেখ করা হয়, উল্লেখিত লটের অন্তর্ভুক্ত নম্বর চিহ্নিত গাছ কর্তন করতে হবে। নম্বরবিহীন কোনও গাছ কর্তন করা যাবে না এবং লটের নির্ধারিত গাছের সংখ্যার চেয়ে বেশি গাছ কর্তন করা যাবে না। এছাড়াও শর্তাবলীর ৯ নং ক্রমিকে বলা হয়েছে, প্রতিটি গাছ মাটির লেভেল থেকে ছয় ইঞ্চি ওপরে কাটতে হবে এবং কোনোক্রমে গাছের গোড়া উত্তোলন করা যাবে না। কার্যাদেশের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আলম মিয়াকে দেওয়া হয়।

কেটে ফেলা গাছ

চেয়ারম্যানের অভিযোগ, তাকে না জানিয়ে ক্রেতাসহ জেলা পরিষদের সার্ভেয়ার যোগসাজশে নম্বর চিহ্নিত কিছু গাছের সঙ্গে নম্বরবিহীন জীবিত মেহগনি ও ইউক্লিপ্টাস গাছ মিলে মূল্যবান মোট ৬০টি গাছ অবৈধভাবে কর্তন করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করেছেন। অননুমোদিতভাবে কর্তন করা এসব গাছের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেছেন চেয়ারম্যান। এছাড়াও নম্বর চিহ্নিত কিছু গাছ এখনও কাটা হয়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। এ ঘটনায় জেলা পরিষদের সার্ভেয়ারের সঙ্গে ঠিকাদারের প্রতিনিধি রোমান মিয়া নামে এক ব্যক্তি জড়িত বলে অভিযোগ করেন চেয়ারম্যান।

সরেজমিন সড়কে গিয়ে চেয়ারম্যানের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই সড়কে গিয়ে দেখা গেছে, নম্বরবিহীন অনেক মোটা ও তাজা গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে অননুমোদিত এসব গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং কিছু গাছের গোড়া তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়েছে।

কেটে ফেলা গাছ

ঘোগাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ লিটন মিয়া জানান, ৩৩টি গাছের কথা বলে ঠিকাদারের লোকজন অতিরিক্ত অনেক গাছ কেটে নিয়ে গেছেন যেগুলোর কোনও নম্বর ছিল না। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও তারা কারও কোনও কথা মানেননি। অতিরিক্ত সব গাছই জীবিত ও মোটা আকারের ছিল।

কার্যাদেশ পাওয়া ঠিকাদার মাঈনুল হাসানের সঙ্গে যোগাযোগের কোনও ফোন নম্বর দিতে পারেনি জেলা পরিষদ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঠিকাদারের প্রতিনিধি হিসেবে গাছগুলো রোমান মিয়া ও সাদ্দাম কিনে নিয়েছেন।
ঠিকাদারের প্রতিনিধি ও গাছ ক্রেতা রোমান মিয়া অতিরিক্ত গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গাছের অংশীদারিত্বের দাবিদার গ্রামের কিছু ব্যক্তি ৪/৫ টি শুকনা গাছ কেটেছেন। আমরা অতিরিক্ত কোনও গাছ কাটিনি।’

কেটে ফেলা গাছ

চেয়ারম্যানের অভিযোগের বিষয়ে চাইলে রোমান মিয়া বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।’

তবে রোমান মিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন অভিযোগকারী ইউপি চেয়ারম্যান শাহ্ আলম মিয়া। তিনি বলেন, ‘অভিযোগ প্রত্যাহারের প্রশ্নই আসে না। সরকারের সম্পদের ক্ষতি করেছে আর আমি অভিযোগ প্রত্যাহার করবো! আমি কোনও অভিযোগ প্রত্যাহার করিনি।’

তবে অতিরিক্ত গাছ কাটার দায় নিতে চাননি জেলা পরিষদের সার্ভেয়ার রাশেদুজ্জামান রাসেল। তিনি বলেন, ‘ আমি আমার দায়িত্ব মোতাবেক চিহ্নিত ৩৩টি গাছ ঠিকাদারের প্রতিনিধিকে বুঝিয়ে দিয়েছি। পরে তারা কতটি গাছ কেটেছেন আমি ব্যস্ত থাকায় তা জানতে পারিনি।’

কার্যাদেশে উল্লেখিত সংখ্যার চেয়ে অতিরিক্ত গাছ কাটার অভিযোগের বিষয়ে অবহিত রয়েছেন জানিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদুল ইসলাম বলেন, ‘আমি ইতোমধ্যে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের