X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাস-লঞ্চ-ট্রেন চলছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৬:২৫আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৯:৪৪

রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। পাশাপাশি দূরপাল্লার কোনও গণপরিবহনকেও ঢাকায় ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে কোনও যাত্রীবাহী ট্রেন এবং সদরঘাট থেকে কোনও লঞ্চও ছেড়ে যায়নি। গণপরিবহনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছুটা কড়াকড়ি অবস্থানে থাকতে দেখা গেছে। গণপরিবহন না চললেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে

সোমবার (৫ এপ্রিল) সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে পুরো কাউন্টারই ফাঁকা। সেখান থেকে দূরের কোনও গন্তব্যে কোনও বাস ছাড়ছে না। পাশাপাশি অন্য কোনও জেলা থেকে কোনও বাসও আসছে না। অধিকাংশ কাউন্টার বন্ধ রয়েছে। যে কয়েকটিকে খোলা দেখা গেছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছে। গণপরিবহন না চললেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে

জানতে চাইলে পূর্বাশা পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা নাইমুল ইসলাম বলেন, ‘কোনও বাস ছাড়ার সুযোগ নেই। কেউ বাস নিয়ে যাত্রা দিলে জরিমানা করে দেওয়া হয়। দুপুর পর্যন্ত একটি গাড়িও ছেড়ে যায়নি। আবার কোনও গাড়িও আসেনি।’ দুয়েকটি বাস অল্প যাত্রী নিয়ে চলার চেষ্টা করে, তবে পুলিশ বাধা দেয়

এদিকে রাজধানীর বাইরে থেকে ঢাকায় প্রবেশের সময় পুলিশ কয়েকটি বাস আটকে দেয় বলে খবর পাওয়া গেছে। একই সময় পরিবহন না পেয়ে গাবতলী থেকে আমিনবাজার ব্রিজ হয়ে সাভারের দিকে বহু মানুষকে হেঁটে ঢাকা ছাড়তে দেখা গেছে। ফাঁকা রাজপথ

একই চিত্র দেখা গেছে সায়েদাবাদ টার্মিনালেও। সেখান থেকেও দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। কাউন্টারগুলো বন্ধ রয়েছে। সদরঘাট ফাঁকা

জানতে চাইলে হানিফ কাউন্টারের টিকিট বিক্রেতা ইকবাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লকডাউনের কারণে সব গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। সে জন্য কোনও বাস ছাড়ছে না। তবে যাত্রীরা এসে টিকিট চাচ্ছেন।’

এদিকে পরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যাত্রীরা। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সদরঘাট ফাঁকা

একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালের। সোমবার সকাল থেকে সদরঘাট থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। পাশাপাশি দূরপাল্লার কোনও লঞ্চও টার্মিনালে ভেড়েনি।

জানতে চাইলে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন জারির পর সোমবার সকাল থেকে কোনও লঞ্চ সদরঘাট ছাড়েনি। পাশাপাশি সদরঘাটেও যাত্রীবাহী কোনও লঞ্চ আসেনি। আমরা বিষয়টির ওপর কড়াকড়ি নজর রাখছি।’ রাজধানীতে গণপরিবহন চোখে পড়েনি

এদিকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, শুধু জরুরি খাদ্য ও পণ্যবাহী ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলা চল বন্ধ রয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম।

/এসএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়