X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে সাত বেডের আইসিইউ চালু বৃহস্পতিবার: স্বাস্থ্য অধিদফতরের ডিজি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৮:৩৫আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৮:৩৭

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে আগামী বৃহস্পতিবারের মধ্যে সাত বেডের আইসিইউ চালু হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারাদেশে লকডাউন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে করোনা থেকে রক্ষা করতেই এই লকডাউন দেওয়া হয়েছে। লকডাউনের সময় সবাইকে সরকারি নির্দেশনা মানতে হবে। যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বিষয়ে ঘোষণা দেওয়া আছে। লকডাউন কার্যকর করতে আমাদের অবশ্যই সচেতন হয়ে সরকারি নির্দেশনাগুলো মানতে হবে।

তিনি বলেন, লকডাউন কার্যকর করতে স্বাস্থ্য অধিদফতর থেকে সারাদেশের ডিসি, এসপি এবং সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষদের সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

স্বাস্থ্যের ডিজি বলেন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। করোনা ইউনিটের যেখানে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট রয়েছে সেখানে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিট স্থাপন করা হবে। ওখানে সাতটি বেড আমরা নির্বাচন করেছি। বর্তমানে এই সাতটি বেডে সাধারণ রোগী রয়েছে। তাদের অন্যত্র সরিয়ে এখানে করোনা ইউনিট করা হবে যাতে রোগীরা সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সুবিধা পান ও হাইফ্লো নেসাল ক্যানোলা ব্যবহার করতে পারেন। মোট কথা একটি আইসিইউতে যে সুবিধাগুলো থাকে সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের (৮ এপ্রিল) মধ্যে যেন এটি চালু হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজি আরও বলেন, এটি চালু করার জন্য যাবতীয় সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছে। এজন্য ঢাকা থেকে স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক, হাসপাতাল সার্ভিস বিভাগের পরিচালক এবং হাসপাতাল পরিচালক তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। যাতে কাজটি একসঙ্গে করে ফেলতে পারি।

এসময় স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক ডা. হাসান ইমাম, হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. ফরিদ মিঞা এবং হাসপাতাল সার্ভিস বিভাগের পরিচালক ডা. খুরশীদ আলম, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা টিকার বিষয়ে ডিজি বলেন, করোনার টিকা প্রদান কার্যক্রম শুরুর দিকে আমরা খুব জোরেশোরে করছিলাম। এ কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া