X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মামলার মধ্যেই কলেজে উপাধ্যক্ষ নিয়োগ

বগুড়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ১০:০৯আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১০:০৯

আদালতে মামলা বিচারাধীন থাকলেও বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে অবৈধভাবে উপাধ্যক্ষ নিয়োগের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউনুস আলী নামে বঞ্চিত এক প্রার্থী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। মাউশি কর্তৃপক্ষ এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ও সভাপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে শূন্য পদে উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ ১৩ জন আবেদনকারীর মধ্যে চার জনের আবেদন বাতিল করেন। আবদুল হান্নান সরদার নামে এক প্রার্থীর শিক্ষক্ষতায় অভিজ্ঞতা ১২ বছর পূর্ণ হতে চার মাস চার দিন কম থাকলেও তার প্রার্থিতা বহাল রাখা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অমান্য করে তাকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগে লিখিত ও মৌখিক
পরীক্ষা কলেজে হলেও অজ্ঞাত কারণে বগুড়া সার্কিট হাউসে চূড়ান্ত মূল্যায়ন করা হয়েছে। ফলে ফলাফল না পেয়ে প্রার্থীরা ফিরে যান।

অভিযোগকারী ইউনুস আলীর দাবী, কলেজ কর্তৃপক্ষ নীতিমালা অমান্য করে নিয়োগ বাণিজ্য করে। তারা ফলাফল শিটে তার নাম পরিবর্তন করে আবদুল হান্নান সরদারকে উপাধ্যক্ষ নিয়োগের প্রস্তুতি গ্রহণ করে। এ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে তিনি গত ২০১৮ সালের ২৯ জুলাই বগুড়ার সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করেন। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আবদুল হান্নান সরকারকে নিয়োগ এবং ৪ মার্চ তাকে দায়িত্ব দেওয়া হয়।
মাউশি কর্তৃপক্ষ ইউনুস আলীর ২০১৮ সালের ২৭ জুলাইয়ের অভিযোগটি আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত রিপোর্ট দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালককে দায়িত্ব দেয়। তদন্ত কর্মকর্তারা গত ২০২০ সালের ২ নভেম্বর সরেজমিন কলেজে এসে তদন্ত করে মাউশিতে রিপোর্ট দাখিল করেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কলেজে উপাধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২০ অনুসারে উপাধ্যক্ষ পদে আবদুল হান্নান সরদারের অভিজ্ঞতা ১২ বছর পূর্ণ হয়নি। উপাধ্যক্ষ পূর্ববর্তী প্রতিষ্ঠান হতে বিমুক্ত না হয়ে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত বেতন-ভাতা উত্তোলন করেছেন। এ অবস্থায় আবদুল হান্নান সরদারের নিয়োগ ও যোগদান বিধিসম্মত হয়নি। এর পরিপ্রেক্ষিতে মাউশির সহকারী পরিচালক আবদুল কাদের গত ১৫ মার্চ কলেজের বর্তমান সভাপতি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে আদালতে মামলা করা হয়েছে। মামলার সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া