X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুরুষ দলের সেই নারী কোচ বিদায় বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ২১:১১আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:১১

১৯৯৫ সাল থেকে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার হয়ে হ্যান্ডবলে হাতেখড়ি ডালিয়া আক্তারের। ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় দলে খেলে গেছেন সুনামের সঙ্গে। শুধু কি হ্যান্ডবল, ফুটবলেও কম রাজত্ব ছিল না তার। খেলেছেন বয়সভিত্তিক দলে। তবে ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন। এবার সেই ডালিয়া আক্তার আজ (বুধবার) হ্যান্ডবল থেকেও আনুষ্ঠানিকভাবে অবসর নিয়ে ফেলেছেন! আর বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম প্রতিযোগিতা থেকে।

হ্যান্ডবল খেলার পাশাপাশি কয়েক বছর ধরে সমানতালে কোচিংও করে গেছেন ডালিয়া। তিন বছর আগে ছেলেদের হ্যান্ডবল দলের কোচ হয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন। তার কোচিংয়ে ঢাকা জেলা খেলেছিল জাতীয় চ্যাম্পিয়নশিপে। সেবার হয়েছিল পঞ্চম। এছাড়া মেয়েদের দলের কোচিংও করিয়ে যাচ্ছেন নিয়মিত।

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অবসর নেওয়ার মুহূর্তে ডালিয়া আবেগে আপ্লুত হয়ে পড়েন। ফেডারেশন থেকেও তাকে দেওয়া হয়েছে বিদায়ী সংবর্ধনা। মাদারীপুর জেলা থেকে শুরু। সেখান থেকেই অবসর তার। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে সাফল্য কম পাননি প্লে-মেকার ডালিয়া। ১০ থেকে ১২বার হয়েছেন সেরা খেলোয়াড়। এছাড়া মোহামেডান, আরামবাগ, মেরিনার্স ও মাদারীপুরের হয়ে প্রিমিয়ার লিগ খেলে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যও আছে ঝুলিতে।

অবসর নিয়ে ডালিয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত বছরই অবসর নিয়ে ফেলতাম। কিন্তু করোনার কারণে খেলা না হওয়ায় নিতে পারিনি। এবার সুযোগ পেয়েই নিয়ে ফেললাম। অন্যরকম অনুভূতি হচ্ছে। এতদিন খেলেছি, আর খেলোয়াড় হিসেবে মাঠে নামা হবে না।’

ঘরোয়া হ্যান্ডবলের আগে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ডালিয়া। জাতীয় দলের হয়ে সাফল্য কম পাননি। ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে তার অধীনে একবার বাংলাদেশ দল রানার্স-আপও হয়েছে। অন্যবার তৃতীয়। ২০১৬ সালে এসএ গেমসে এসেছিল রুপা। আর সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় হয়েছে তৃতীয়।

২০১৬ সালে বিচ গেমসে মার্চপাস্টে বাংলাদেশের পতাকা তুলে ধরার সৌভাগ্যও হয়েছিল ডালিয়ার। আর এবার তো বাংলাদেশ গেমসে মশাল বহন করার তালিকায় অন্যতম ক্রীড়াবিদ ছিলেন তিনি।

অবসরের পর ঘরোয়া হ্যান্ডবলের দীর্ঘদিনের অভিজ্ঞতা পুরোপুরি কোচিংয়ে কাজে লাগাতে চাইছেন তিনি, ‘আগে খেলার পাশাপাশি কোচিং করিয়েছি। এখন যেহেতু খেলা নেই, তাই কোচিংয়ের দিকে পুরোপুরি মনোযোগ দিতে চাই। যেখানে সুযোগ পাবো, সেখানে হ্যান্ডবল উন্নয়নে কাজ করে যাব। জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় হ্যান্ডবলের আন্তর্জাতিক কোচেস কোর্স করেছি। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চাই। সেটা নারী-পুরুষ যে দলেরই হোক।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী