X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মোর্শেদ আলীকে শেষ শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ২১:২৯আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:২৯

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কন্ট্রোল কমিশনের অন্যতম সদস্য মোর্শেদ আলীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতারা। বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

সিপিবি জানিয়েছে, বুধবার দুপুরে মুক্তিভবন থেকে মোর্শেদ আলীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার জানানো হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় তার মিরপুরের বাসভবনে। পরে মোর্শেদ আলীর মরদেহ নিয়ে পার্টি নেতাকর্মীরা ও পরিবারের সদস্যরা পাবনার ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা করেন। ঈশ্বরদীতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

দলীয়ভাবে জানানো হয়েছে, বেশ কয়েকবছর ধরে মোর্শেদ আলী নানা ধরনের রোগে ভুগছিলেন। গত ২৬ মার্চ ব্রেইন স্ট্রোক করলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে  তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মোর্শেদ আলীর মরদেহ বুধবার সকালে ১১টায় হাসপাতাল থেকে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নিয়ে আসা হয়। প্রথমে সিপিবির কেন্দ্রীয় নেতারা কমিউনিস্ট পার্টির কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা দিয়ে প্রয়াত নেতার মরদেহ আচ্ছাদিত করার পর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন দল, সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। সিপিবির বিভিন্ন শাখা ও কমিটি, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, বাসদ (মার্কসবাদী) বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওয়ার্কার্স পার্টি, টিইউসি, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী, খেলাঘর, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সাপ্তাহিক একতা, মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী, মণি সিংহ-ফরহাদ ট্রাস্টসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!