X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সেই যমজ ভাইকে অনুদান

কুমিল্লা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ২৩:৪৭আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২৩:৪৭

এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দিনমজুর বাবার সেই যমজ ছেলেদের উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক। বুধবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের পক্ষ থেকে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা উপজেলা পরিষদে ডেকে নিয়ে এই আর্থিক অনুদান তুলে দেন দুই যমজ ভাইয়ের হাতে।

মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘যমজ দুই ভাই আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের বাবা দিনমজুর। দরিদ্র এই বাবা খুব কষ্ট করে তার ছেলেদের পড়ালেখা করিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় তার যমজ দুই ছেলেই উত্তীর্ণ হয়েছেন– এমন একটি সংবাদ কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নজরে আসে। তিনি এই দুই শিক্ষার্থীকে মেডিক্যালে ভর্তির জন্য আর্থিক অনুদানের সিদ্ধান্ত নেন। বুধবার যমজ দুই ভাইকে উপজেলা পরিষদে ডেকে এনে ১০ হাজার টাকা করে দুই জনকে ২০ হাজার টাকা উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় তাদের বাবাও উপস্থিত ছিলেন। আমি তাদের সাফল্য কামনা করি।’

জেলা প্রশাসকের উপহার পেয়ে যমজ দুই ছেলের বাবা বিল্লাল হোসেন বলেন, ‘বুধবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আমার দুই ছেলেকে নিয়ে দেখা করতে বলেন। আরিফ ও শরিফকে নিয়ে তার সঙ্গে দেখা করি। এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ছেলেদের তিনি ধন্যবাদ জানান এবং সাফল্য কামনা করেন। পরে দুইজনকে ২০ হাজার টাকা উপহার দিয়েছেন।’  

উল্লেখ্য, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের দিনমজুর বাবা বিল্লাল হোসেনের যমজ দুই ছেলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের এমন সফলতায় মা-বাবা ভীষণ খুশি। সবার কাছে দোয়া চেয়েছেন। কুমিল্লা থেকে পরীক্ষা দেওয়া আরিফ সারা বাংলাদেশে ৮২২তম হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এবং শরিফ ১১৮৬তম হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি