X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লঙ্কা-মিশনের প্রস্তুতির প্রথম দিনে কী হলো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ২০:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:৩৬

প্রাথমিক দল ঘোষণা না হলেও শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুমিনুল-মুশফিকরা অনুশীলন করেছেন। সফরের আগে এক সপ্তাহের মতো অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা।

বৃহস্পতিবার সকালে সবার আগে মিরপুরে অনুশীলনে আসেন মুশফিক। বেশ কিছুক্ষণ সেন্টার উইকেটে থ্রোয়ারদের বিপক্ষে ব্যাটিং করেন তিনি। এরপর চলে গেছেন ইনডোরের নেটে। কেবল তিনি নন, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসানরাও অনুশীলন করেছেন।

ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও ঝালিয়ে নিয়েছেন নিজেদের। স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের নির্দেশনায় শেরেবাংলা স্টেডিয়ামে হাত ঘুরিয়েছেন তাইজুল, নাঈম, মুমিনুল, মিঠুন ও সাইফরা। এদিকে পেসার তাসকিন আহমেদ বোলিং না করলেও পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে আলোচনা করেছেন বেশ খানিক সময়।  

নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়া দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ ও হাসান মাহমুদকে নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেছে। মিরপুরে স্কিল ট্রেনিং অনুশীলন না করলেও ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। পেসার হাসান মাহমুদও ফিটনেস নিয়ে কাজ করেছেন।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!