পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেড ২০২০ হিসাব বছরের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) উত্তরা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২০ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে।