X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে বাড়ি ফিরে শচীন এখন কী করছেন?

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ১৪:০৩আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৪:০৩

একটি টুইট ভয় পাইয়ে দিয়েছিল বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমীকে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগেই দিয়েছিলেন তিনি, কিন্তু পরের টুইটে হাসপাতালে ভর্তি হওয়ায় খবর জানালে দুশ্চিন্তার মেঘ জন্মে তার ভক্তদের মনে। তবে বৃহস্পতিবার দেওয়া শচীন টেন্ডুলকারের সবশেষ টুইটে উৎকণ্ঠা থেমেছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান।

বাড়ি ফিরলেও করোনাভাইরাস সম্ভবত তার শরীর থেকে এখনও যায়নি। কেননা টুইট বার্তায় শচীন জানিয়েছেন, বাড়িতে এখন আইসোলেশেনে থাকবেন তিনি। তাছাড়া যেহেতু কোভিড নেগেটিভ হওয়ার বিষয়ে কিছু জানাননি তাই তার ভক্তদের মনে কিছুটা চিন্তা রয়েই গেছে।

হাসপাতাল ছেড়ে আসা ভারতীয় কিংবদন্তি এখন বাড়িতে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা থাকবেন। বাড়িতেই চলবে তার সুস্থ হওয়ার প্রক্রিয়া। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিকের টুইট, ‘মাত্রই হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। বাড়িতেই এখন আইসোলেশনে থাকবো, চলবে সুস্থ হওয়ার প্রক্রিয়া। শুভকামনা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ। সত্যি প্রশংসা করার মতো। যারা আমার খুব য্ত্ন নিয়েছেন, সেই সব মেডিক্যাল স্টাফের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তারা এই কঠিন পরিস্থিতিতে গত একবছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর হাসপাতালে ভর্তি হন শচীন। তখন টুইটে জানিয়েছিলেন, ‘বাড়তি সাবধানতার’ কারণেই হাসপাতালে যেতে হয়েছে তাকে। লিখেছিলেন, ‘শুভকামনা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শে বাড়তি সাবধানতার কারণে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি, কয়েকদিনের মধ্যেই আমি বাড়ি ফিরতে পারবো। আপনারা নিজেদের যত্ন নিন এবং নিরাপদে থাকুন।’

শচীন খেলেছেন সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। প্রতিযোগিতায় খেলার সময় প্রতিদিনই করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন তিনি। তখন কোনও খারাপ খবর না এলেও প্রাণঘাতী ভাইরাস ঠিকই থাবা বসিয়েছে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের শরীরে।

২৭ মার্চ টুইট বার্তায় তিনি জানিয়েছিলেন, ‘কোভিডকে দূরে সরিয়ে রাখতে সব ধরনের চেষ্টা করেছি এবং নিজের পরীক্ষা করিয়েছি। যাই হোক, মৃদু উপসর্গের পর আজ আমি করোনা পজিটিভ হয়েছি। বাড়ির অন্য সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারত লেজেন্ডসকে নেতৃত্ব দিয়েছেন শচীন। দলটির শিরোপা জয়ের পথে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। ৭ ম্যাচে করেছেন ২২৩ রান, সর্বোচ্চ ছিল ৬৫ রানের ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেটেলাররা
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’