X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লকডাউন না মেনে জাদুকাটায় পুণ্যস্নান!

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৮:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৮:০৭

করোনা সংক্রমণরোধে দেওয়া লকডাউন অমান্য করে তাহিরপুরের জাদুকাটা নদীতে পুণ্যস্নানে নেমেছিল মানুষের ঢল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল থেকে বিভিন্ন রুট দিয়ে পুণ্যার্থীরা জাদুকাটা নদীর স্নান এলাকায় পৌঁছাতে শুরু করেন। এ অবস্থায় মানুষের যাতায়াত বন্ধে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর মুখে চেকপোস্ট বসায় পুলিশ। তবে এসব উপেক্ষা করে বিকল্প বিভিন্ন রুট ব্যবহার করে পুণ্যার্থীরা নদীতে পৌঁছান।

প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের গণজমায়েত নিষেধ করা হয়েছে। এর মধ্যে শুক্রবার (৯ এপ্রিল) নিষেধাজ্ঞা অমান্য করে পুণ্যস্নানের জন্য জমায়েত হন সনাতন ধর্মাবলম্বীরা।

জানা যায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তীর্থস্থান এ জাদুকাটা নদী। হিন্দু ধর্মাবলম্বীরা জানান, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে জাদুকাটা নদীতে স্নান করলে সব পাপ মোচন হয়। পুণ্য লাভের আশায় প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকা থেকে এসময়ে লাখো মানুষ আসেন জাদুকাটা বা পুণ্যতীর্থে স্নান করতে।

তারা আরও জানান, এ নদীতে স্নান করাকে অনেকে গঙ্গাস্নানের সমতুল্য মনে করেন। কিন্তু করোনার কারণে গত বছরও স্নানের অনুষ্ঠান বন্ধ ছিল। তাই এ বছর লকডাউনের মধ্যেই ঝুঁকি নিয়ে স্নানের জন্য একত্রিত হন সনাতন ধর্মাবলম্বীরা।

প্রচলিত আছে, ১৪০০ খ্রিস্টাব্দে মাকে গঙ্গাস্নান করানোর যোগসাধনা করে পৃথিবীর সমস্ত তীর্থের জল জাদুকাটা নদীর প্রবাহমান জলে একত্রিত করে মাতৃআজ্ঞা পূরণ করেন তখনকার লাউর রাজ্যের সাধক ও সিদ্ধপুরুষ অদ্বৈতচার্য। তার সাধনাসিদ্ধ ফল বারুনী যোগ নামে পরিচিত। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গা, যমুনা, সরস্বতীসহ সাত পুণ্যনদীর প্রবাহ একসঙ্গে জাদুকাটায় (পুণ্যতীর্থে) এসে মিশে বলেও বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। এজন্য তারা মনে করেন এটি সেরা তীর্থস্থান। এখানে স্নান করলে গঙ্গাস্নানের চেয়েও বেশি পুণ্য হয়, বলে বিশ্বাস রয়েছে তাদের।

লকডাউন না মেনে জাদুকাটায় পুণ্যস্নান! ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ থেকে আসা রবি চন্দ্র দাস বলেন, তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রুট ব্যবহার করে এখানে এসেছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলে স্নানে অংশগ্রহণ করেছেন।

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ললিত মোহন রায় বলেন, গেলবার লকডাউনের জন্য পুণ্যস্নানে আসতে পারিনি। এ বছর টাকা বেশি খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে মনের আশা পূরণ করতে স্নান করেছি।

কলমাকান্দা উপজেলার বাসাউড়া গ্রামের মাধব রায় বলেন, কলমাকান্দা শহর থেকে তিন হাজার টাকায় মোটরসাইকেল ভাড়া করে স্নান করতে এসেছি। যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেছি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল তরফদার বলেন, পুলিশের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হয়, জনসমাগম রোধ করার জন্য। কিন্তু বিকল্প বিভিন্ন রুট ব্যবহার করে তারা পুণ্যার্থীরা তীর্থস্থানে পৌঁছান।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, লকডাউনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পুণ্যার্থীরা স্নান করতে এসেছেন। মাইকিংসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেও জনতার ঢল রোধ করা যায়নি বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী