X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে আগুনে পুড়ে গেছে তিনটি বাস

গাজীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ২০:০৪আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২০:০৪

গাজীপুরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে পার্কিং করে রাখা আন্তঃজেলা পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার মধ্যরাতে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নেভান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন কে চৌধুরী ফিলিং স্টেশনের প্লাটফর্মে প্রায় প্রতি রাতে আন্তঃজেলা সার্ভিসের বিভিন্ন বাসসহ একাধিক গাড়ি পার্কিং করে রাখেন পরিবহন শ্রমিকরা। বুধবার রাতেও যাত্রী নামিয়ে আন্তঃজেলা বিভিন্ন সার্ভিসের চারটি বাস সেখানে পার্কিং করে রেখে শ্রমিকরা গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টার দিকে পার্কিং করে রাখা শ্যামলী বাংলা সার্ভিসের একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুনের প্রচণ্ড তাপে বাসের কাচ ভেঙে গেলে পাশেই পার্কিং করে রাখা এনা পরিবহনের অপর দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুন থেকে রক্ষা করতে সোনার মদিনা পরিবহনের অপর একটি বাসকে ট্রাকের সাহায্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ওই তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি নাশকতার ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট বা গাড়ির ভিতর শ্রমিকদের ব্যবহৃত মশার কয়েল থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পুলিশের সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে বাসন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি