X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আরএসএস প্রধান

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ১০:৩৩আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১০:৩৩

টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। চিকিৎসার জন্য তাকে মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শুক্রবার মধ্যরাতের কিছু আগে আরএসএস-এর এক টুইটে মোহন ভাগবতের কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ওই টুইটে বলা হয়, ‘তার (ভাগবত) আপাতত কোভিড-১৯-এর উপসর্গ দেখা দিয়েছে।’ আপাতত নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে তার সাধারণ চিকিৎসা চলছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে থাকা আরএসএস নেতার অবস্থা বর্তমান স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে।

গত ৭ মার্চ নাগপুরের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে ৭০ বছরের ভাগবতকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। সেদিন টিকা নিয়েছিলেন আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশীও।

মোহন ভাগবত অবশ্য এখনও টিকার দ্বিতীয় ডোজ পাননি। তার আগেই সংঘ প্রধানের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে; যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কোভিড পরীক্ষার ওপর জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘‌সবার প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা করোনা পরীক্ষার ওপর জোর দিন। ৭০ শতাংশ আরটিপিসিআর পরীক্ষা করানো আমাদের লক্ষ্য। পজিটিভ রোগীর সংখ্যা বাড়লেও যতটা বেশি সম্ভব পরীক্ষা করাতে হবে।’

নরেন্দ্র মোদি বলেন, উপযুক্ত নমুনা সংগ্রহ করা অত্যন্ত জরুরি। সেই নমুনা উপযুক্ত জায়গায় পরীক্ষা করতে হবে।

/এমপি/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!