X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেসির শেষ এল ক্লাসিকো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৬:৪৩আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৬:৪৩

ভাবতে গেলেই মন খারাপ হয়ে যাবে। বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথে বিশ্বের সেরা খেলোয়াড় নেই! নিঃসন্দেহে এল ক্লাসিকো নামটাই তার বড় বাহক। ইতিহাস-ঐতিহ্যে বারুদে ফুটবলের মঞ্চ। তারপরও ধ্রুপদী লড়াইয়ে বাড়তি রঙ ছিটিয়েছেন লিওনেল মেসি। এবং অবশ্যই ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা রিয়াল মাদ্রিদ ছেড়ে গেলেও মহারণের উত্তাপে বাড়তি রসদ জুড়িয়ে যাচ্ছেন মেসি। কিন্তু সেখানেও বাজছে অন্য সুর। বাতাসে গুঞ্জন, সামনের মৌসুমে মেসি থাকবেন না বার্সেলোনায়। তাহলে আজ (শনিবার) রাতেই কি শেষবার এল ক্লাসিকোতে নামছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড?

কাগজ-কলমের হিসাব দেখলে এটাই বাস্তব- মেসি নামছেন শেষ এল ক্লাসিকোতে। বর্তমান চুক্তি অনুযায়ী বার্সেলোনায় আছেন তিনি চলতি মৌসুমের শেষ পর্যন্ত। এই সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার শেষ সাক্ষাৎ এটাই। যেহেতু চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনা বিদায় নিয়েছে এবং স্প্যানিশ কাপের ফাইনালে পৌঁছে গেছে, যেখানে প্রতিপক্ষ আথলেতিক বিলবাও, সেহেতু রিয়ালের সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ নেই কাতলানদের। ‍সেই হিসাবে মেসিও আর খেলতে পারবেন না রিয়ালের বিপক্ষে, যদি চুক্তি নবায়ন না করেন।

এখন প্রশ্ন হলো, আশৈশব ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন মেসি? এখানে প্রশ্ন যেমন আছে, তেমনি আছে সম্ভাবনার শীতল বাতাস। গত মৌসুম শেষে বার্সেলোনাকে মেসি জানিয়ে দিয়েছিলেন, তিনি আর থাকতে চান না ন্যু ক্যাম্পে। চুক্তির এক বছর বাকি থাকতে তার চলে যাওয়ার সিদ্ধান্তে রাজি হয়নি তখনকার বোর্ড। তবে এক সাক্ষাৎকারে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, সামনের মৌসুমে নতুন চ্যালেঞ্জের খোঁজ করবেন তিনি।

এর মধ্যে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া নিয়ে অনেক কথা শোনা গেছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমে। কয় বছরের জন্য মেসি ইতিহাদে ‍নাম লেখাচ্ছেন, সেই প্রতিবেদনও ছেপেছিল কয়েকটি মিডিয়া। তবে পরিস্থিতি এখন ভিন্ন। প্রথমত, বার্সেলোনার যে বোর্ডের সঙ্গে মন কষাকষি ছিল মেসির, সেই বোর্ড আর নেই। দ্বিতীয়ত, নতুন নির্বাচিত বোর্ড প্রধান জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সুসম্পর্ক। দায়িত্ব নেওয়ার পর সভাপতির ভাষণে লাপোর্তা জোর গলায় জানিয়েছেন, মেসি বার্সেলোনাকে ভালোবাসে, আর তিনি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ধরে রাখতে সর্বোচ্চটা করবেন।

তাছাড়া সাম্প্রতিক সময়ে মেসির হাস্যোজ্জ্বল মুখ বার্সেলোনা ও ভক্তদের আশার আলো হয়ে ধরা দিচ্ছে। রোনাল্ড কোম্যানও তার সেরা খেলোয়াড়কে আবর্ত করে তরুণ একটি দল দাঁড় করিয়েছেন। যাতে উঁকি দিচ্ছেন উজ্জ্বল ভবিষ্যৎ। আর্জেন্টাইন অধিনায়কও উপভোগ করছেন নতুন ফরমেশনের ফুটবল। তাই চুক্তি নবায়নের ঘোষণা আসার সম্ভাবনার পাল্লা ভারী!

তবে করোনাকালে বার্সেলোনার অর্থনৈতিক অবস্থার বিষয়টিও বাদ দেওয়া যাচ্ছে না। মেসির সঙ্গে নতুন করে দুই-তিন বছরের চুক্তি করতে যাওয়ার অবস্থা এখন কাতালান ক্লাবটি কতটা আছে, সেদিকটা ভাবাচ্ছে। বার্সেলোনা কিন্তু আশাবাদী। শুধু তারা নয়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও চায় মেসি ন্যু ক্যাম্পে থাকুন। লস ব্লাঙ্কোস কোচ জিনেদিন জিদানের যেমন আশা, সামনে আরও এল ক্লাসিকোকে দেখা যাবে বার্সা তারকাকে।

ক্লাসিকো লড়াইয়ের আগে সংবাদমাধ্যমে মেসি সম্পর্কে প্রশ্ন এসেছিল জিদানের কাছে। ফরাসি কিংবদন্তি বলেছেন, ‘মেসির শেষ এল ক্লাসিকো? আমার আশা, এটা হবে না। আমি চাই ও বার্সেলোনায় থাকুক। এটা স্প্যানিশ লিগের জন্য ভালো। আমরা সবাই জানি ও কেমন খেলোয়াড়।’

বার্সেলোনার কোটি ভক্তের কথাটাই বলে দিয়েছেন জিদান। মেসি কি শুনছেন?

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা