X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
সোনারগাঁওয়ে হেফাজত ইস্যু

প্রশাসনের অবহেলা আছে কিনা যাচাই হচ্ছে: বিভাগীয় কমিশনার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ২২:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২৩:৩৩

ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেছেন, হেফাজত ইসলামের সহিংসতার ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ওপর যে দায়িত্ব রয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। হেফাজত ইসলামের সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের দায়িত্ব পালনে নিজের দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হলে কিংবা সরকারে বিরুদ্ধে অবস্থান নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন জনগণের জানমালের নিরাপত্তা দিতে। এতে কেউ ব্যর্থ হলে সে জায়গায় আর তাকে দায়িত্বে রাখা হবে না।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজত ইসলামের সহিংসতায় ক্ষতিগ্রস্ত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রয়্যাল রিসোর্ট পরিদর্শন শেষে সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন থাকার ও সরকার ঘোষিত লকডাইন সফল করার আহ্বান জানান।

উল্লেখ্য, ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে বৈবাহিক সম্পর্ক বহির্ভূত এক নারীকে নিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক উঠেছেন এমন খবরে সেখানে হানা দেয় পুলিশ। এসময় পুলিশের কাছে মামুনুল ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন এবং তার নাম বলেন আমেনা তাইয়েবা। তবে ওই নারী নিজের নাম জান্নাত আরা ঝর্ণা বলায় এবং বিয়ের বিষয়ে ভিন্ন মন্তব্য করায় তিনি মামুনুলের বৈধ স্ত্রী কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। তবে পুলিশ নিজের পেশাগত দায়িত্ব পালন শেষ করার আগেই সেখানে সাংবাদিক ও স্থানীয় সরকারদলীয় নেতা-কর্মীরা ঢুকে মামুনুলকে জেরার ভিডিও নিজেদের ফেসবুক পেজে সরাসরি প্রচার করতে থাকে। ওই লাইভ সম্প্রচার দেখে হেফাজতে ইসলামের একটি অংশ প্রথমে ওই রিসোর্টে হামলা ও ভাঙচুর চালিয়ে মামনুলসহ ওই নারীকে বের করে নিয়ে যায়। পরে তারা ক্ষোভ প্রকাশ করে সড়ক দিয়ে যাওয়ার পথে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, দুই ছাত্রলীগ নেতার বাড়িসহ আরও কিছু প্রতিষ্ঠান ভাঙচুর করে। রাতেও আরেকটি পক্ষ রিসোর্টটিতে হামলা চালাতে এলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদের তাড়িয়ে দেয়। দেশজুড়ে আলোচিত এ ঘটনায় এ যাবত তিনটি মামলা হয়েছে ও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:

মামুনুল হককে ছিনিয়ে নিলো হেফাজত (ভিডিও)

নারীসহ রিসোর্টে গিয়ে জনগণের তোপের মুখে হেফাজত নেতা মামুনুল

কাকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন মামুনুল হক?

যা বললেন মামুনুল হক

তুমি বইলো আমি সব জানি: ফোনালাপে স্ত্রীকে মামুনুল

ফোনালাপে স্ত্রীকে যা শিখিয়ে দিয়েছিলেন মামুনুল হক

 
/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন