X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি

লালমনিরহাট প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ২৩:৫১আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২৩:৫৩

লালমনিরহাটে এক ছাত্রলীগ নেতার বাড়িতে প্রতিপক্ষ হামলা চালাতে গিয়ে তার মায়ের গায়ে হাত তোলার অভিযোগ ওঠায় ভীষণ উত্তেজনার সৃষ্টি হয়েছে শহরজুড়ে ছাত্রলীগের দু’গ্রুপে। বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ এনে ওই নারী নিজেই জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করসহ ২০ কর্মী সমর্থকের নামে এবং আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের একাংশ এবং দলীয় সভাপতিকে গ্রেফতারের দাবিতে অপর অংশ মিছিল ও শোডাউন করেছে শহরে। দুইপক্ষ মুখোমুখি হওয়ায় পুলিশ মাঝখানে ঢুকে সম্ভাব্য সংঘর্ষ ঠেকিয়েছে।

আহত নারীর নাম ফাতেমা বেগম। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদ হোসেনের মা এবং জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের বোন।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে, পূর্বশত্রুতার কারণে গত ৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় আলোরূপা মোড়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদ হাসানের বাড়িতে ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের নেতৃত্বে তার ৫০/৬০ জন কর্মী সমর্থক হামলা চালায় ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এসময় বাধা দেওয়ায় ফরিদের মা ফাতেমা বেগমকে মারধর করা হয় এমন অভিযোগ ওঠে।

এ ঘটনার পর শুক্রবার (৯ এপ্রিল) ফরিদের মা ফাতেমা বেগম এসব অভিযোগে থানায় মামলা করতে আসেন। থানা কর্তৃপক্ষ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১০ এপ্রিল) দুপুরে জাবেদ হোসেন বক্করকে গ্রেফতারের দাবিতে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক বিপুল আহমেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বাটা মোড়ের দিকে যায়। একইসময়ে বক্করসহ ছাত্রলীগ কর্মী সমর্থকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রেলওয়ে ওভারব্রিজ পূর্বগেট জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে আরেকটি মিছিল বের হয়ে বাটামোড়ের দিকে আসতে থাকে। এতে দুই গ্রুপ মুখোমুখি হলে সমূহ সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মাঝখানে অবস্থান নেয় এবং উত্তেজিত উভয়পক্ষকে সরিয়ে দেয়।

ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কাউকে মারধর করিনি কিংবা হুকুমও দেইনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সাংগঠনিক সম্পাদক বিপুল আহমেদ বলেন, ‘নিরীহ ফাতেমা বেগমের ওপর হামলা কেন? অবিলম্বে টেন্ডারবাজ জাবেদ হোসেন বক্করকে গ্রেফতার করা না হলে ছাত্রলীগ কঠোর কর্মসূচি পালন করবে।’

সদর থানার ওসি শাহা আলম বলেন, ‘ফাতেমা বেগম নামে এক নারীকে মারধর ও বাড়ীঘর ভাঙচুরের ঘটনায় জাবেদ হোসেন বক্কর সহ এজাহার নামীয় ২০ জন এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের মারমুখী দুইগ্রুপের মিছিল মুখোমুখি উত্তেজনার সৃষ্টি করে। পুলিশ সেসব নিয়ন্ত্রণে নিয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়