X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হেলে পড়েছে ৫ তলা ভবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ এপ্রিল ২০২১, ০০:১৭আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০০:১৭

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাঁচতলা একটি ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে ভবনটি হেলে পড়ে বলে জানিয়েছেন ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমেদ।

হেলে পড়া ভবনটি এনায়েত বাজার এলাকার গোয়াল পাড়ায় অবস্থিত। কার্তিক ঘোষ নামে একজন ওই ভবনটির মালিক।

ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে দেখা যায় ভবনটি এক থেকে দেড় ফুট সামনের দিকে হেলে পড়ে। ভবনটির প্রতিটি তলায় একটি করে ইউনিট আছে। পাঁচটি ইউনিটে কার্তিক ঘোষের আত্মীয় স্বজনদের পাঁচ পরিবার ছিল। আমরা গিয়ে তাদের ওই ভবন থেকে সরিয়ে নিয়েছি। বর্তমানে ভবনটি খালি অবস্থায় আছে।

কি কারণে ভবনটি হেলে পড়ে জানতে চাইলে তিনি বলেন, ভবনের মালিক ভবনের সামনের অংশে নতুন করে বিম ঢালাই দিচ্ছিলেন। ইতোমধ্যে বেইস ঢালাই করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই কারণে ভবনটি হেলে পড়ে। বর্তমানে এটি স্থিতি অবস্থায় আছে। সামনের দিকে আরও হেলে পড়বে কিনা, সেটি পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া বলা যাবে না।

ঘটনাস্থলে গিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ঘটনার পরপরই কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির বাসিন্দাদের সরিয়ে দেয়। বর্তমানে ভনটি ফাঁকা আছে। আমাদের পুলিশের একটি দল সেখানে অবস্থান করছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট খাতে বছরে ঘাটতি ৫৬০ কোটি টাকা
নিষ্পত্তির অপেক্ষায় ৬১ হাজারের বেশি আবেদনএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট খাতে বছরে ঘাটতি ৫৬০ কোটি টাকা
দুই বাসের রেষারেষিতে ট্রাফিক কনস্টেবল আহত
দুই বাসের রেষারেষিতে ট্রাফিক কনস্টেবল আহত
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট