X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মুমিনুল বললেন, সাকিব-মোস্তাফিজের ১০-১২টা হাত নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ১৬:৫০আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৬:৫০

সাকিব আল হাসানবিহীন আরেকটি সফর শুরু হচ্ছে বাংলাদেশের। আগামীকাল (সোমবার) দুপুরে ২১ সদস্যের বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে। সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলবে মুমিনুল হকরা। যাওয়ার আগে অধিনায়ক মুমিনুল জানিয়েছেন, সাকিবের না থাকা দলে কোনও প্রভাব ফেলবে না।

নিষেধাজ্ঞায় বেশ কয়েকটি টেস্ট মিস করেছিলেন সাকিব। শাস্তি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরলেও প্রথম টেস্টেই ইনজুরিতে ছিটকে যান এই অলরাউন্ডার। আর আইপিএলের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন। সাকিববিহীন আরেকটি সিরিজে, স্বাভাবিকভাবেই প্রভাব পড়ার কথা। যদিও মুমিনুল তেমনটা মনে করেন না, ‘না আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মোস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না।’

অধিনায়ক হিসেবে মুমিনুলের দুর্ভাগ্ই বলতে হবে! এখন পর্যন্ত পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেননি তিনি। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই নেতৃত্ব দিতে হচ্ছে, সেটার প্রভাব তো নিশ্চয়ই পড়লে? এখানেও ভিন্ন মত বাংলাদশের টেস্ট অধিনায়কের, ‘সব ক্রিকেটারই শারীরিক দিক থেকে সমান। কারও ১০-১২টা হাত নেই যে, কেউ বিশেষ কিছু করে ফেলবে।’

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের (সাকিব-মোস্তাফিজ) তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনও প্রভাব পড়বে। আমরা হয়তো দলগতভাবে খেলতে পারছি না, এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোনও কিছু না।’

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরো দল নিয়ে অনুশীলন করেছেন রাসেল ডোমিঙ্গো। শুক্রবার বাংলাদেশ আসেন মুমিনুলদের কোচ। শনিবার করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। তার নেতৃত্বে সকাল ১০টা থেকে শুরু হয়ে অনুশীলন চলে দুপুর পর্যন্ত।  

প্রস্তুতি নিয়ে মুমিনুলের বক্তব্য, ‘আমি বলবো না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। যারা চার দিনের ম্যাচ খেলেছে, তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে। আমি চার দিনের ম্যাচ খেলেছি। করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। যেভাবে দরকার, ওইভাবে আমার মনে হয় নিতে পেরেছি। বিশেষ করে যারা ওয়ানডে খেলে এসেছে, ওদের জন্য একটু কঠিন। কিন্তু যারা শুধু টেস্ট খেলে, ওরা দুটি চার দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে।’

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ২১ এপ্রিল প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি