X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লকডাউনেও খোলা কোচিং সেন্টার

পাবনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ১৯:৪৭আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৯:৪৮

করোনার বিস্তার রোধে দেশে সরকার ঘোষিত লকডাউন চলমান রয়েছে। এর মধ্যেই পাবনায় গোপনে খোলা রয়েছে কোচিং সেন্টার। যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি।

এ ধরণের অবহেলায় করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সরেজমিনে রবিবার সকালে পাবনা জেলা স্কুল এলাকায় দেখা যায়, খোলা রয়েছে ওয়াজেদ গণিত কোচিং, শরিফ ইংলিশ টিচিং হোম, ইছামতি কোচিং সেন্টারসহ বেশ কয়েকটি কোচিং সেন্টার।

স্থানীয়রা জানান, গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে এসব কোচিংয়ে পড়াচ্ছেন শিক্ষকরা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাচ করে পড়ানো হচ্ছে। প্রতি বেঞ্চে সাত থেকে আটজন শিক্ষার্থীরা ঘেঁষাঘেঁষি করে বসে পড়ছে। স্বাস্থ্যবিধি তো দূরের কথা, অনেকে মাস্কও পরেনি।

গণমাধ্যম কর্মীদের দেখে কোচিং সেন্টার খোলা রাখার কথা অস্বীকার করলেও একপর্যায়ে শিক্ষার্থীদের কথার গরমিলে তা স্বীকার করেন কোচিং সেন্টার মালিকরা। এসময় ‘অভিভাবকদের চাপে কোচিং খোলা রেখেছেন, লকডাউন শিথিল’- এমন নানা ধরণের উত্তরও দেন তারা।

ওয়াজেদ কোচিং সেন্টারের পরিচালক বলেন, লকডাউন শিথিল থাকায় বাচ্চাদের পড়াচ্ছিলাম। কঠোর লকডাউন হলে পড়াবো না। বাচ্চারা সংক্রমিত হলে তার দায় নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ভুল হয়েছে।

শরিফ ইংলিশ কোচিং সেন্টারের পরিচালক বলেন, আমাদের বিকল্প আয়ের উৎস নেই। ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়েই বাচ্চাদের পড়াচ্ছিলাম। তবে কঠোর লকডাউনে কোচিং খোলা থাকবে না।

এদিকে, শিক্ষকরা পড়াচ্ছেন বলেই বাচ্চাদের কোচিংয়ে আনতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক। তিনি বলেন, কিছু অসচেতন অভিভাবককে ডেকে তাদের বাচ্চাদের নিয়ে পড়ানো শুরু করেছেন শিক্ষকরা। বাচ্চা পিছিয়ে পড়বে ভেবে পড়াতে এনেছি। বিষয়টি ঠিক হয়নি।

পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু জাফর বলেন, দ্বিতীয় ঢেউয়ের করোনায় কিশোর তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে যেকোনো মূল্যে জনসমাগম এড়িয়ে চলতে হবে। বাচ্চারা যেহেতু দুরন্ত প্রকৃতির, তাদের প্রতি বাড়তি নজর দেয়া প্রয়োজন।

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং সেন্টার ও বেসরকারি স্কুল খোলা রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে স্কুল ও কোচিংয়ে পাঠদানের সুযোগ নেই। প্রশাসন বিষয়টি মনিটরিং করছে। এরপরেও গোপনে অনেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ পেয়েছি। ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা