X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে আহত ভারতীয় নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ২০:১৮আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২০:১৮

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুরুতর আহত ওই দেশের নাগরিক মিলন মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পতাকা বৈঠকের মাধ্যেমে বিএসএফ ১৯২ ব্যাটালিয়নের ঝিকরী ক্যাম্পের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করে বিজিবি।

লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত পথে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার প্রাক্কালে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৪-এস থেকে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে পাঁজরে গুলিবিদ্ধ হয় মিলন মিয়া। সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে। সে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দোয়ালিপাড়া গ্রামে নানা মকবুল হোসেনের বাড়িতে আসছিল বলে আহত কিশোরের বরাত দিয়ে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীনস্থ ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির অধীন এলাকার সীমান্ত পিলার ৯৪৬/৪-এসের কাছে ভারতের অভ্যন্তরে গুলির শব্দ শোনা গেছে এমন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে অনন্তপুর বিওপি কমান্ডার সংশ্লিষ্ট এলাকায় গিয়ে স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে, প্রতিপক্ষ ১৯২ ব্যাটালিয়ন বিএসএফের ঝিকরী ক্যাম্পর টহল দল মাদক চোরাকারবারীদের লক্ষ্য করে ছররা গুলি বর্ষণ করলে ভারতীয় নাগরিক মিলন মিয়া মারাত্মকভাবে আহত হয়। পরে ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিজিবি জানতে পারে, ওই যুবক গুলিবিদ্ধ অবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে তার নানা মোকবুল হোসেনের বাড়িতে অবস্থান করছে। পরে বিজিবি স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করে রবিবার ভোর ৪টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিএসএফের কাছে হস্তান্তরের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়।

বিজিবি জানায়, রবিবার সন্ধ্যায় অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদপত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

ভারতীয় নাগরিককে হস্তান্তরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন ছাড়াও ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় এবং নাগেশ্বরী থানার ওসি রওশন কবির উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান