X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যবিধি ও লকডাউন নিয়ে সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৬:০৪আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৬:০৪

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে জনগণের উদাসীনতা যত দায়ী, তারচেয়ে বেশি দায়ী সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি। এই অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পার্টির পলিটব্যুরো এই অভিযোগ তোলে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকা; হাসপাতালে শয্যা, অক্সিজেন ও আইসিইউ না পাওয়ায় চরম চিকিৎসা সংকট; শ্রমিক, শ্রমজীবী মানুষ, শহরে বসবাসরত গরিম মানুষদের সহায়তায় প্রচার বা সহায়তা দেওয়ার ব্যবস্থা না করায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, “করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে সরকার যে লকডাউন-লকডাউন খেলা খেলছে তা সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তাদের উপেক্ষার মনোভাবের পরিচয় বহন করে। এদিকে আগামী ১৪ তারিখ থেকে কঠোর লকডাউনের যে ঘোষণা দেওয়া হয়েছে তাতে ওই সময়  ‘দিন এনে দিন খাওয়া’ মানুষগুলোর জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা বলা হচ্ছে না।”

বিবৃতিতে বলা হয়, ‘শ্রমিকদের প্যাকেজের এক হাজার ৫০০ কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা বিতরণ করতে পেরেছে। এই অর্থ বিতরণে শহরে সিটি করপোরেশন ও গ্রামে ইউনিয়ন পরিষদকে তালিকা তৈরি করে খুবই স্বল্প সময়ের মধ্যে দিতে বলা হলেও, তার যাচাই বাছাই ও নিয়ন্ত্রণভার সম্পূর্ণটাই ছিল আমলাদের হাতে। আমলাতান্ত্রিক নীতিমালা ও তার বাস্তবায়নে ব্যর্থতা এই পরিস্থিতি সৃষ্টি করেছিল। ফলে প্রধানমন্ত্রীর দেওয়া টাকা দুর্গত মানুষের কাছে পৌঁছায়নি। প্রধানমন্ত্রীকে কাগুজে হিসাব দেখানো হয়েছে।’

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় তখনও তারা এ ধরনের সহায়তা প্রদানে জনপ্রতিনিধিদের মূল ভূমিকায় রাখার কথা উল্লেখ করেছিল। লকডাউন বাস্তবায়নে জনপ্রতিনিধিদের দায়িত্ব প্রদানের কথা বলা হয়েছিল। সার্বিকভাবে জনপ্রতিনিধিদের বাদ দিয়ে গৃহীত ব্যবস্থার প্রথম কিছুদিন উচ্চ পদস্থ আমলাদের ফটো সেশন, নিজ নিজ বাহিনীর প্রচার ছাড়া কাজের কাজ কিছু হয়নি। এবার রোজাকে সামনে রেখে ওই সব ঘটনার পুনরাবৃত্তি হলে করোনায় মৃত্যুর পাশাপাশি জীবিকা হারিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে বলে উল্লেখ করা হয় পার্টির বিবৃতিতে।

 

 

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!