X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বাজারে ইলিশ আছে, নেই বৈশাখের আমেজ

এস এম আব্বাস
১২ এপ্রিল ২০২১, ১৭:০৪আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:০৮

আগামী বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। ওই দিন থেকেই করোনাভাইরাস বিস্তার রোধে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। ফলে পহেলা বৈশাখের কোনও প্রভাব নেই ইলিশের বাজারে। প্রতি বছর স্বাভাবিক অবস্থায় পহেলা বৈশাখের যে আয়োজন চলে এবার তা নেই। ঘরে ঘরে পান্তা ইলিশের আয়োজনও বলতে গেলে এবার ম্লান করে দিয়েছে করোনা। রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, প্রচুর ইলিশ থাকলেও ক্রেতা নেই তেমন। নেই বৈশাখী কোনও আমেজ ও উত্তেজনা। সে কারণে নিত্যদিনের বাজারের চিত্রই ইলিশ মাছের দোকানগুলোতে দেখা যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল, কৃষি মার্কেট, সিয়া মসজিদ বাজারসহ আশপাশের মাছ বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা  

ইলিশ মাছ ব্যবসায়ীরা জানান, এক কেজি ওজনের ইলিশ মাছের দাম এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা।  এক কেজির নিচে ৯০০ গ্রাম ইলিশের দাম এক হাজার টাকা বা সামান্য কম। এর চেয়ে কম ওজনের ইলিশের ক্ষেত্রে ৭০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ৭৫০ টাকা। আধা কেজি ওজনের ইলিশের দাম ৫০০ টাকা বা তার নিচে। ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম ইলিশ (জাটকা টাইপ) দাম ৩০০ টাকা। রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

মোহাম্মদপুর টাইন হল বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী ম্যামল চন্দ্র সরকার বলেন, ‘এক কেজি ওজনের ইলিশি বিক্রি করছি এক হাজার ২০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ বিক্রি করছি এক হাজার টাকায়।  এরচেয়ে ছোট ইলিশ বিক্রি করি না।  এছাড়া এবার বেচাকেনা ভালো না। ক্রেতাও নাই।’ রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

টাউন হল বাজারের মাছ ব্যবসায়ী বাদশা বলেন, ‘গত বছরও পয়লা বৈখাখের এই সময়টায় প্রতিদিন মাছ বিক্রি করেছি এক লাখ টাকার। এখন ৩০ হাজার টাকা বিক্রি করতে পারছি না।  এবার বৈশাখ কবে তা বুঝতে পারছি না।’ রাজধানীর বাজারগুলোতে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

ইলিশ মাছ ব্যবসায়ী মো. আলমগীর বলেন, ‘গত বছর কোল্ড স্টোরেজের এক কেজি ওজনের ইলিশ বিক্রি করেছি এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায়।  টাটকা ইলিশ বিক্রি করেছি দুই হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার টাকায়। এবার এক কেজি বা সামান্য বেশি ওজনের টাটকা ইলিশ বিক্রি করছি সর্বোচ্চ এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকায়।’

সিয়া সমজিদ বাজারের ইলিশ ব্যবসায়ী ইউসুফ বলেন, ‘আধা কেজি ওজনের ইলিশ বিক্রি করছি ৫০০ টাকায়। ছোট ইলিশের দাম বড় ইলিশের চেয়ে তুলনামূলক বেশি।’ রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড বাজারের মো. বিল্লাল বলেন, ‘এক কেজি ওজনের ইলিশ এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা। ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম ইলিশ বিক্রি করছি ৩০০ টাকায়।  গত বছরের মতো কেউ এবার মাছ কিনছে না। অর্ধেকেরও কম মাছ বিক্রি হচ্ছে।’

বিভিন্ন বাজারের ইলিশ মাছ ব্যবসায়ীরা জানান, কবে পহেলা বৈশাখ তা বাজারের অবস্থা দেখে বুঝতে পারছেন না তারা। কেউ পহেলা বৈশাখের জন্য মাছ কিনতে আসছে কিনা তাও জানি না।  পহেলা বৈশাখের সময় আসতে না না আসতেই মাছ কেনার ক্রেতার অভাব হতো না। এবার তা নেই।

আরও পড়ুন- 

এবারও মঙ্গল শোভাযাত্রা হবে না

সাত দিনের কঠোর বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন

এবারও সুরক্ষা রীতি মেনেই তারাবির নামাজ

জরুরি পরিষেবার আওতায় যা যা রয়েছে

দুই ভাগে খোলা থাকবে খাবারের দোকান

কেবল লকডাউনেই কমবে সংক্রমণ!

অক্সিজেন নিয়ে চলছে কাড়াকাড়ি!

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টিন 

/এফএস/  
সম্পর্কিত
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সর্বশেষ খবর
রেসিপি: চিকেন কিমা পুরি
রেসিপি: চিকেন কিমা পুরি
লাঙ্গলবন্দে স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
লাঙ্গলবন্দে স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
প্রজন্মের জন্য দুই মহাবিপদ!
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’