X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দাম নিয়ন্ত্রণে কঠোর হবে বললেও মান নিয়ন্ত্রণ করতে পারবে না বিইআরসি

সঞ্চিতা সীতু
১২ এপ্রিল ২০২১, ১৭:৩২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৮:২৩

একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকালও সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে ৩ জন আহত হয়েছেন। এমন এক সময়ে এসে এলপিজির দাম নির্ধারণ করেছে বিইআরসি। তারা দাম নিয়ন্ত্রণে কঠোর হওয়ার কথা বললেও মানের বিষয়ে কিছু করতে পারবে না বলে জানিয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ যদি কেউ কমিশনের কাছে করে তাহলে তারা সেটি সমাধানের চেষ্টা করতে পারে।

সোমবার (১২ এপ্রিল) ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’র মূল্যহার নির্ধারণ বা পুনর্নির্ধারণ সম্পর্কে অনলাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুল জলিল।

আজকের সংবাদ সম্মেলনে বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতি কেজি ৭৬ টাকা ১২ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা (মুসকসহ) এবং সরকারি পর্যায়ে এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা (মুসকসহ) নির্ধারণ করার ঘোষণা দিয়েছে বিইআরসি। এছাড়া কমিশন প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪৭ দশমিক ৯২ টাকা নির্ধারণ করেছে। এই দাম আজ ১২ এপ্রিল থেকে কার্যকর হবে বলে সংস্থাটি জানায়।

এই দাম কার্যকরের বিষয়ে চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘সবাই এই দাম কার্যকর করতে বাধ্য। যদি কেউ দাম না মানে, তবে তার বিরুদ্ধে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া এখন ভোক্তারা অনেক সচেতন। তারাও নির্ধারিত দামের বাইরে কিনবে না বলে আশা করছি।’

এদিকে গত একবছরে হাজারো সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকালও সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে তিন জন আহত হয়েছেন।

এই মানহীন সিলিন্ডারগুলোর মানের বিষয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘মানের বিষয়ে যদি কোনও ভোক্তা কমিশনের কাছে অভিযোগ করে, তাহলে বিইআরসির আইন এবং প্রবিধান অনুযায়ী ব্যবস্থা নেবো। সিলিন্ডারের মান নিয়ন্ত্রণে বিস্ফোরক পরিদফতর ছাড়াও আরও কিছু সংস্থা দায়িত্বপ্রাপ্ত আছে। এরা প্ল্যান্ট স্থাপনসহ সব বিষয়ে ছাড়পত্র দিয়ে থাকে। এরপরে যদি মান খারাপ হয়ে থাকে অথবা বাজারে যদি এ ধরনের মানহীন সিলিন্ডার থেকে থাকে, তাহলে সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যবস্থা নেবে বলে আশা করছি। আর আমরা কমিশনের আইনের মাধ্যমে যতটুকু সম্ভব ততটুকু করবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের লোকবলের সমস্যা আছে। এটার একটাই অফিস। জেলা বা বিভাগীয় পর্যায়ে অফিস নেই। মনিটরিং ব্যাপারটি আসলেই একটু কঠিন। সুতরাং ভোক্তাদের অভিযোগের মাধ্যমেই আমাদের উদ্যোগ নিতে হবে। রিটেইলার এবং ডিস্ট্রিবিউটরদের তালিকা আমরা চেয়েছি। এই তালিকা ধরে কেউ যদি অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আছে।’

এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, 'জনবলের সমস্যার সমাধান করতে হবে। দাম নির্ধারণ করার দায়িত্ব নিলে মানের দায়িত্বও নিতে হয়। প্রয়োজনে আউটসোর্সিং করতে হবে।' কিন্তু কমিশনের আইন দিয়েই মান নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করেন তিনি।

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা