X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, আসামির স্বীকারোক্তি

গাজীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২১, ২১:১৫আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:১৫

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের শাখা আন্দারুল খাল থেকে গত ১৯ মার্চ উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় ও হত্যারহস্য উদ্ঘাটন করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রবিবার (১১ এপ্রিল) এ হত্যাকাণ্ডে আসামি আতাউল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, আসামি আতাউল জবানবন্দিতে জানায়, আতাউল ও তার দুই সহযোগী পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইসমাঈল সরকারকে অপহরণ করে। মুক্তিপণ না পেয়ে তারা পরস্পরের যোগসাজশে কিশোর ইসমাঈলকে হত্যা করে লাশ আন্দারুল খালে ফেলে দেয়।

আতাউল গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।

হত্যার শিকার ইসমাঈল সরকার (১৩) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা গ্রামের নূর নবী সরকারের ছেলে। সে বাবা-মার সঙ্গে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় থাকতো। 

ওসি আরও জানান, গত ১৯ মার্চ সন্ধ্যায় তুরাগ নদের শাখা আন্দারুল খালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে নীল রঙের জিন্স প্যান্ট এবং নীল রঙের টি-শার্ট ছিল। তার দুই চোখ জখম ছিল এবং ডান চোখ দিয়ে রক্ত ঝরছিল। লাশ পানিতে থাকায় শরীরের বেশির ভাগ জায়গা ফুলে পচে বিকৃত হয়ে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য গাজীপুর মহানগরসহ আশপাশের জেলাগুলোতে ভিকটিমের ছবিসহ বেতার বার্তা পাঠায়। একপর্যায়ে ডিএমপির তুরাগ থানায় গত ১৮ মার্চ দায়ের করা নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে ভিকটিমের পরিচয় মিলে। পরে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত আসামি আতাউল হোসেনকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আতাউল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। পরে সে আদালতে ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা