X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খর্বশক্তির দক্ষিণ আফ্রিকার কাছে হারলো পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ২১:৫৮আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:৫৮

দাপটের সঙ্গে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টি-টোয়েন্টিও জয় দিয়ে শুরু করেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে ছন্দ হারলো বাবর আজমের দল। আইপিএলের কারণে খর্বশক্তির দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ম্যাচে পেরে উঠেনি পাকিস্তান। ৩৬ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয়ে কুড়ি ওভারের সিরিজে ১-১ সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা।

আইপিএল খেলতে গেছেন দক্ষিণ আফ্রিকার সেরা খেলোয়াড়রা। নেই কাগিসো রাবাদা, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, ‍আনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি। পাশাপাশি চোটের কারণে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমারও গেছেন ছিটকে। এমন খর্বশক্তির দলের বিপক্ষে পাকিস্তানের প্রভাব বিস্তার করা জয়ই প্রত্যাশিত ছিল। কিন্তু সোমবার হয়েছে উল্টোটা। শুরুতে প্রোটিয়া বোলার লিজাড উইলিয়ামস ও জর্জ লিন্ডের বোলিং তোপে ১৪০ রানে অলআউট হয় পাকিস্তান। এরপর স্বাগতিকরা সেই রান ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে টপকে যায়।

১৪১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৪৪ রান যোগ হওয়ার পর ফিরে যান জানেমান মালান (১৫)। এরপর দ্রুত বিদায় নেন উইহান লুবে (১২)। ততক্ষণে অবশ্য হাফসেঞ্চুরির কাছে পৌঁছে গেছেন ওপেনিংয়ে নামা এইডেন মারক্রাম। শেষ পর্যন্ত তার ৩০ বলে ৫৪ রানের ইনিংসেই জয়ের পথটা সুদৃঢ় হয় প্রোটিয়াদের। মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন ও জর্জ লিন্ডের ঝড়ো ব্যাটিংয়ে ১৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হেনরিখ ২১ বলে ৩৬ এবং জর্জ ১০ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে ওসমান কাদের সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আগের ম্যাচে অনবদ্য ৭৪ রানের ইনিংস খেলা মোহাম্মদ রেজওয়ান আজ গোল্ডেন ডাক মেরেছেন। ১০ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যস্ত দলকে উদ্ধার করেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজ জুটি। তৃতীয় উইকেটে স্কোরবোর্ডে ৫৮ রান যোগ করেন তারা। ২৩ বলে ৩২ রান করে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হাফিজ।

এরপর বাবর আজম উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অন্য ব্যাটসম্যানরা। ৫০ বলে ৫টি চারে ৫০ রান করে আউট হন বাবর। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে (৩২)। শেষ পর্যন্ত পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান করে।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লিজাড উইলিয়ামস ও জর্জ লিন্ডে তিনটি করে উইকেট নিয়েছেন। ব্যাটে-বলে অলরাউন্ডস পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরষ্কার উঠেছে জর্জ লিন্ডের হাতেই।

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা