X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্নায় বসার ঘোষণা মমতার

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ২২:১১আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১১
image

নির্বাচনি প্রচারে একদিনের নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে ধর্নায় বসার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের শেষ কর্মদিবসে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরা নিষেধাজ্ঞা দেওয়ার পরই এক টুইট বার্তায় এই ঘোষণা দেন মমতা। মঙ্গলবার কলকাতায় গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গত ৩ এপ্রিল হুগলির তারকেশ্বরে রাখা এক বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের ভোট অন্য দলের সঙ্গে ভাগাভাগি না করার আহ্বান জানান। ওই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে তাকে নোটিশ পাঠায় কমিশন। এছাড়া গত শনিবার কুচবিহারে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিজেপি’র পক্ষ হয়ে কাজ করছে অভিযোগ তুলে তাদের প্রতিরোধের আহ্বান জানান মমতা। এ নিয়েও তাকে নোটিশ পাঠানো হয়। এসব নোটিশের জবাব পাঠান মমতা। তবে তাতে সন্তুষ্ট নয় কমিশন।

সোমবার রাত আটটার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনি প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন। এরপরই এক টুইট বার্তায় ওই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি বেলা ১২টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।’

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারাও। রাজ্যসভার আইনপ্রণেতা ডেরেক ও’ব্রায়েন এবং দলটির মুখপাত্র কুণাল ঘোষও এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। ডেরেক ও’ব্রায়েন এক টুইট বার্তায় বলেন, ‘নির্বাচন কমিশনের অবস্থান মারাত্মক একপেশে।’

/জেজে/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ