X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিয়োগ বাতিলসহ ৯ দাবিতে রাবি উপাচার্যকে স্টিয়ারিং কমিটির চিঠি

রাবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২১, ২৩:১০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২৩:১০

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ৫০৩তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে গৃহীত সব নিয়োগ বাতিলসহ নয় দফা দাবি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যকে চিঠি দিয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজ স্টিয়ারিং কমিটি। সোমবার (১২ এপ্রিল) কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি উপাচার্য বরাবর পাঠানো হয়। চিঠির একটি কপি বাংলা ট্রিবিউনের সংগ্রহে রয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ স্টিয়ারিং কমিটির সভায় উপাচার্যের সঙ্গে দেখা করে বেশ কয়েকটি বিষয়ে প্রগতিশীল শিক্ষক সমাজ স্টিয়ারিং কমিটির অবস্থান জানানোর সিদ্ধান্ত হয়। কিন্তু করোনা ও অসুস্থতার কারণে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় লিখিতভাবে চিঠিতে তাদের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো জানানো হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে অনুরোধ করা হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে নতুনভাবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নীতিমালা প্রস্তুত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখা, গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সব ধরনের নিয়োগ বন্ধ সংক্রান্ত নির্দেশনা উপেক্ষা করে গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ৫০৩তম সিন্ডিকেট সভায় গৃহীত সব নিয়োগ বাতিল করা, ফলিত গণিত বিভাগে নিয়মবহির্ভূতভাবে একজন শিক্ষককে দেওয়া অ্যাডহক নিয়োগ বাতিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজকে উপেক্ষা করার কারণ ব্যাখ্যা, রেজিস্ট্রারকে অপসারণ না করে তার পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত বাতিল করা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে পূর্ববর্তী রেজিস্ট্রারকে অপসারণের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের গঠিত দলীয় শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করা।

চিঠির বিষয়ে জানতে চাইলে এটি তাদের দলীয় বিষয় উল্লেখ করে স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান এ  নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

উপাচার্যের সচিব শাহজাহান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপাচার্য তার বাসভবনে অফিস করছেন। আমরা সেখানে ছিলাম। উপাচার্যের দফতরে আজ একটি চিঠি এসেছে বলে শুনেছি। আগামীকাল এটি স্যারের কাছে দেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা