X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

'এলপিজির দামের সঙ্গে যুক্ত অন্যান্য চার্জ অবাস্তব'

সঞ্চিতা সীতু
১৩ এপ্রিল ২০২১, ০১:৩৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:৩৭

এলপিজির দাম নির্ধারণের ক্ষেত্রে সৌদি সিপির দাম ঠিক থাকলেও এর সঙ্গে যুক্ত করা অন্যান্য চার্জ অবাস্তব বলে মন্তব্য করেছেন এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এর সভাপতি আজম জে চৌধুরী। তিনি বলেন, কমিশন যে চার্জ ধরেছে সেগুলো আরও বেশি। তাই বিষয়গুলো নিয়ে আমরা কমিশনের সঙ্গে আলোচনা করতে চাই। সারাদেশে একদামে এলপিজি বিক্রি হোক সেটা আমরাও চাই।

আজ সোমবার (১২ এপ্রিল) অনলাইনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সরকারি ও বেসরকারি এলপিজির দাম নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কমিশন বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ৮১ টাকা ৩০ পয়সা নির্ধারণ করে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজির দাম ৯৭৫ টাকা নির্ধারণ করে। এছাড়া ৫.৫,  ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি এলপিজির দামও বিইআরসি আদেশে পূনঃনির্ধারণ করা হয়েছে।

সাধারণত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির দাম নির্ধারিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্র‍্যাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬২৫ মার্কিন ডলার এবং ৫৯৫ মার্কিন ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫ :৬৫ বিবেচনায় প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬০৫ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনা করে কমিশন। এই সৌদি সিপির  সঙ্গে কমিশন জাহাজ ভাড়া এবং ট্রেডারের প্রিমিয়াম, ইমপোর্ট প্যারিটি প্রাইস, মজুদকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ (পরিবহন ব্যয়সহ),  রিটেইলার চার্জ, মুসক এবং অন্যান্য চার্জ যুক্ত করে দাম নির্ধারন করেছে।

কমিশন জানায়, সৌদি সিপির দাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতি মাসে এলপিজির দামও পরিবর্তন করা হবে। তবে এইক্ষেত্রে অন্যান্য যে চার্জ তার কোনও পরিবর্তন হবে না।

এ বিষয়ে জানতে চাইলে আজম জে চৌধুরী বলেন, সিপির দাম ঠিক আছে। আমরা একমত। দাম পরিবর্তন হলে দাম পরিবর্তন করা হবে তাও ঠিক আছে। কিন্তু সৌদি সিপির সঙ্গে অন্যান্য যে চার্জ কমিশন যুক্ত করে দাম নির্ধারণ করেছে তা অবাস্তব৷ আমরা কমিশনকে দীর্ঘদিন ধরেই নানা তথ্য দিয়ে সহযোগিতা করেছি। কিন্ত দাম নির্ধারণের ক্ষেত্রে তারা আমাদের দেওয়া তথ্য ব্যবহার করেনি। যেসব চার্জের কথা বলা হচ্ছে মোটেও তা এইরকম নয়। এই বিষয়ে আমরা কমিশনকে চিঠি দেবো। তাদের সঙ্গে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। যাতে করে দামের আদেশ পুণঃবিবেচনা করা হয়।

তিনি বলেন,  আমরাও চাই একটা নির্দিষ্ট দামে এলপিজি বিক্রি হোক। তাই কমিশনের সঙ্গে মিলেই এই দাম নির্ধারণ করতে চাই। তা না করা হলে আমাদের অনেক লোকসান হবে বলে তিনি জানান।

বিইআরসির আদেশ থেকে জানা যায়, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৪৪৭ টাকা, ১২ কেজির দাম ৯৭৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ২২০ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৩০১ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৪৬৪ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৬২৭ টাকা, ২২, কেজির দাম ১ হাজার ৭৮৯ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩২ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৪৪০ টাকা, ৩৩ কেজির দাম ২ হাজার ৬৮৩ টাকা, ৩৫ কেজির দাম ২ হাজার ৮৪৬ টাকা, ৪৫ কেজির দাম ৩ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করেছে কমিশন।

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা