X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১২:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১২:০০

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত ও তার সহযোগী অপর এক ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (১২ এপ্রিল) রাতে গাছা থানার কুনিয়াপাছর এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাকিল মিয়া (১৬) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ধীপপুর এলাকার রেজাউল করিমের ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কুনিয়াপাছর এলাকার রুবেল মোল্লার বাসায় ভাড়া থেকে স্থানীয় প্রতিভা স্কুলের ৯ম শ্রেণিতে পড়াশোনা করতো।

আহত ফাহিম (১২) স্থানীয় গাছা থানার কুনিয়াপাছর এলাকার ফারুক হোসেনের ছেলে এবং প্রত্যাশা কিন্ডার গার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র।

ওসি ইসমাইল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুনিয়াপাছর এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। রাত সাড়ে ৭টার দিকে সোনাপাড়া এলাকার ২৪/২৫ জন কিশোর ও যুবক স্থানীয় তালেব মার্কেটের সামনে অবস্থান নেয়। এসময় সেখানে প্রতিপক্ষের শাকিল মিয়া (১৭) ও ফাহিমের (১২) সঙ্গে তাদের তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় প্রতিপক্ষরা শাকিল ও ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত শাকিল ও ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় সিটি করপোরেশনের কুনিয়া (তারগাছ) এলাকার তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।


/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি