X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মসজিদের বারান্দা থেকে র‌্যাবের আইডিকার্ডধারী অচেতন ব্যক্তি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১৬:৩৫আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৬:৩৫

গাজীপুরের শ্রীপুরে জামে মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ফারুকিয়া জামে মসজিদের বারান্দা থেকে তাকে উদ্ধার করা হয়।

অচেতন ব্যক্তির সঙ্গে থাকা র‌্যাবের আইডিকার্ড অনুযায়ী ওই ব্যক্তির নাম আব্দুল করিম। তার পদবী কনস্টেবল, আইডি নম্বর- ৩৫০২৮৮। ২০১৬ সালে ইস্যু করা এই পরিচয় কার্ডের মেয়াদ রয়েছে ২০১৮ সালের ১১ এপ্রিল। তাকে উদ্ধারের পর তিনি কোন বাহিনীর সদস্য, বর্তমানে চাকরিরত না অবসরে রয়েছেন বিষয়টি জানার জন্য স্বজনদের খবর দিয়েছে র‌্যাব। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার এসব তথ্য জানিয়েছেন।

মসজিদের বারান্দা থেকে র‌্যাবের আইডিকার্ডধারী অচেতন ব্যক্তি উদ্ধার স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মুসুল্লিরা মসজিদে প্রবেশ করতে গেলে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাকে উদ্ধার করেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার বলেন, র‌্যাবে সব বাহিনীর সদস্য থাকেন। তিনি সম্ভবত আনসার বাহিনীর সদস্য ছিলেন, বর্তমানে তিনি অবসরে থাকতে পারেন বলে জানান তিনি। তবে তিনি কোন বাহিনীর সদস্য, বর্তমানে চাকরিরত রয়েছেন কিনা, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। অচেতন ব্যক্তি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। র‌্যাব ঘটনার অনুসন্ধান করছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি